চৈত্র মাসের ক্যালেন্ডার 2025 এবং চৈত্র মাসের বিয়ের তারিখ
চৈত্র মাসের ক্যালেন্ডার 2025 সম্পর্কে আপনি কি জানতে চাচ্ছেন ? তাহলে আসুন
আমাদের এই আর্টিকেল থেকে বিস্তারিত জেনে নিন। কেননা আমরা আমাদের এই আর্টিকেলে
চৈত্র মাসের ক্যালেন্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি।
আমরা জাতি হিসেবে বাঙালি তাই আমাদের সকল উৎসব বাংলা ক্যালেন্ডার দেখা হয়ে থাকে।
তাই আমাদের জন্য বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। চৈত্র মাসের
ক্যালেন্ডার ছাড়াও আপনি আরো জানতে পারবেন চৈত্র মাসের বিয়ের তারিখ 2025
সম্পর্কে।
পোস্ট সূচিপত্র ঃ চৈত্র মাসের ক্যালেন্ডার 2025
- চৈত্র মাসের ক্যালেন্ডার 2025
- চৈত্র মাসের বিয়ের তারিখ 2025
- চৈত্র মাসের দিবস ২০২৫
- বাংলা চৈত্র মাসের ছুটির তালিকা ১৪৩১
- চৈত্র মাস কোন ঋতুতে পড়ে
- লেখকের শেষ কথা : চৈত্র মাসের ক্যালেন্ডার 2025
চৈত্র মাসের ক্যালেন্ডার 2025
চৈত্র মাসের বিয়ের তারিখ 2025
চৈত্র মাসের বিয়ের তারিখ 2025 সম্পর্কে আমরা এই আর্টিকেলের এই অংশে
জানতে চলেছি। সরাসরি বলতে চৈত্র মাসে তেমন কোন বিয়ে হয় না কেননা এই মাসে
বিশেষজ্ঞদের মতে শুভ লগ্ন এবং শুভ কোনদিন নেই। তাছাড়াও এই মাসের বিবাহ ছাড়া
আর অন্যান্য সকল অনুষ্ঠান কিছুটা বন্ধ থাকতে দেখা যায়। আর সে কারণে আমরা এই
আর্টিকেলে চৈত্র মাসের বিয়ের তারিখ সম্পর্কে কিছু জানাতে পারলাম না। তবে
আপনার এতোটুকু জানবেন যে এই মাসে কোন বিবাহ কাজ সম্পন্ন হয় না।
চৈত্র মাসের দিবস ২০২৫
বাংলা তারিখ | ইংরেজি তারিখ | দিবস |
---|---|---|
১ লা চৈত্র ১৪৩১ | ১৫ মার্চ ২০২৫ | ভোক্তা ও পঙ্গু দিবস |
৮ চৈত্র ১৪৩১ | ২২ শে মার্চ ২০২৫ | বিশ্ব পানি দিবস |
৯ চৈত্র ১৪৩১ | ২৩ শে মার্চ ২০২৫ | আবহাওয়া দিবস |
১০ শে চৈত্র ১৪৩১ | ২৪ শে মার্চ ২০২৫ | যক্ষা দিবস |
১৭ চৈত্র ১৪৩১ | ৩১ শে মার্চ ২০২৫ | জাতীয় দুর্যোগ মোকাবেলা দিবস |
১৯ শে চৈত্র ১৪৩১ | ২ রা এপ্রিল ২০২৫ | বিশ্ব অটিজম দিবস |
২৩ শে চৈত্র ১৪৩১ | ৬ এপ্রিল ২০২৫ | প্রতিবন্ধী দিবস |
২৪ শে চৈত্র ১৪৩১ | ৭ এপ্রিল ২০২৫ | স্বাস্থ্য দিবস |
২৬ শে চৈত্র ১৪৩১ | ৯ এপ্রিল ২০২৫ | ইস্টার সানডে |
২৭ শে চৈত্র ১৪৩১ | ১০ শে এপ্রিল ২০২৫ | স্বাধীন বাংলাদেশ সরকার গঠন |
বাংলা চৈত্র মাসের ছুটির তালিকা ১৪৩১
তারিখ | ছুটির কারণ |
---|---|
১২ চৈত্র ১৪৩১ | স্বাধীনতা দিবস |
২২ শে চৈত্র ১৪৩১ | জুমাতুল বিদা |
২৪ শে চৈত্র ১৪৩১ | শব-ই-কদর |
২৮ শে চৈত্র ১৪৩১ | ঈদ-উল-ফিতর |
২৯ শে চৈত্র ১৪৩১ | ঈদের পরের দিন |
চৈত্র মাস কোন ঋতুতে পড়ে
ফাল্গুন মাস সম্পর্কে আমরা এতক্ষন অনেক কিছু জানলাম তবে এখন জানার সময় এসেছে
যে চৈত্র মাস আসলে কোন ঋতুতে পড়ে। আমাদের দেশে মোট ছয়টি ঋতু রয়েছে যা
বাংলা ক্যালেন্ডারের প্রত্যেক দুটি মাস নিয়ে একটি করে ঋতু গঠন করা হয়েছে।
আমরা সকলেই কমবেশি জানি যে ফাল্গুন এবং চৈত্র মাস হল বাংলাদেশের বসন্তকাল।
তাই বলা যায় চৈত্র মাস হচ্ছে বসন্তকালের একটি মাস। হয়তো এ বিষয় আপনারা
অনেক আগেই আন্দাজ করে ফেলেছেন।
লেখকের শেষ কথা : চৈত্র মাসের ক্যালেন্ডার 2025
সম্মানিত পাঠকগণ আমরা আমাদের এই আর্টিকেলে আলোচনা করেছি চৈত্র মাসের বিয়ের
তারিখ 2025 সম্পর্কে এবং আরো অন্যান্য সকল বিষয় নিয়ে। আমরা জাতি হিসেবে
বাঙালি আর সে কারণে আমরা সকল দিবস এবং আচার অনুষ্ঠান বাংলা ক্যালেন্ডার দেখে
করে থাকি। বিশেষত গ্রামের অথবা হিন্দু পরিবারের বিয়ে গুলো বাংলা
ক্যালেন্ডারের তারিখ দেখে করা হয়। সেই সাথে শুভ লগ্ন এবং শুভ দিন দেখে করা
হয়।
আর আমরা যারা বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জানিনা বা বাংলা মাসের শুভ দিন এবং
লগ্ন সম্পর্কে জানি না তাদের জন্যই মূলত এই আর্টিকেলটি সাজানো হয়েছে। আমরা
এই আর্টিকেলে যা যা এই পর্যন্ত আলোচনা করলাম তার প্রত্যেকটি বিষয়
সম্পূর্ণভাবে পড়াশোনা এবং গবেষণার মাধ্যমে লেখা হয়েছে। তাই আমরা আশা করতে
পারি যে এই আর্টিকেলে যেসব তথ্য দেওয়া হয়েছে তা নির্ভুল এবং প্রয়োজনীয়।
ট্রাজেডি আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url