পৌষ মাসের ক্যালেন্ডার 2024 এবং পৌষ মাসের বিয়ের তারিখ
পৌষ মাসের ক্যালেন্ডার 2024 সম্পর্কে আপনি কি জানতে ইচ্ছুক ? তাহলে আসুন আমাদের
এই আর্টিকেল থেকে জেনে নেন। কেননা আমরা আমাদের এই আর্টিকেলে পৌষ মাসের
ক্যালেন্ডার সম্পর্কে আলোচনা করতে চলেছি।
আমরা জাতি হিসেবে বাঙালি তাই আমাদের যত বাংলা উৎসব রয়েছে বাংলা ক্যালেন্ডার দেখেই
করা হয়ে থাকে। তাছাড়াও আপনি এই আর্টিকেল থেকে জানতে পারবেন যে পৌষ মাসের বিয়ের
তারিখ 2024 সম্পর্কে।
পোস্ট সূচিপত্র ঃ পৌষ মাসের ক্যালেন্ডার 2024
পোস্ট সূচিপত্র ঃ পৌষ মাসের ক্যালেন্ডার 2024
পৌষ মাসের ক্যালেন্ডার 2024 সম্পর্কে নিম্নে সম্পূর্ণভাবে সাজিয়ে একটি
ক্যালেন্ডার তৈরি করে দেওয়া হল।
পৌষ মাসের বিয়ের তারিখ 2024
পৌষ মাসের বিয়ের তারিখ 2024 সম্পর্কে আপনি যদি অবগত না থাকেন তাহলে
আমাদের এই আর্টিকেল থেকে জেনে নেন। বিশেষত বিভিন্ন মাস এবং পঞ্জিকা দেখে
বিবাহের তারিখ ঠিক করে থাকে আমাদের এবং আমাদের প্রতিবেশী দেশের হিন্দু
সম্প্রদায়ের লোকেরা। তাদের উদ্দেশ্যে বলতে গেলে বলা যায় এ মাসটি তাদের জন্য
কিছুটা হতাশ বয়ে আনবে। কেননা শত শত বছর ধরে এই মাসকে ধরা হয় অশুভ মাস।
আরো পড়ুন ঃ অগ্রহায়ণ মাসের ক্যালেন্ডার 2024
শুধু যে বিবাহের কাজ হয় না তা কিন্তু নয় বরং এ মাসে বিভিন্ন রকমের শুভ কাজও
বন্ধ থাকে। যার ফলে বিভিন্ন দোকানদাররা ক্ষতিগ্রস্ত হন। বলা হয়ে থাকে যে
হিন্দু শাস্ত্রে রয়েছে যদি এই মাসে কোন দম্পতির বিয়ে হয় তাহলে কোন এবং বরের
উভয়েরি অনেক বড় ক্ষতি হতে পারে। তাই হিন্দু সম্প্রদায়ের লোকজন এই মাসে
কোন বিবাহের দিন ঠিক করেন না।
তবে মুসলমানদের জন্য প্রত্যেক মাস বা প্রত্যেক দিনই শুভ দিন। আপনি এই মাস কেন
যে কোন মাসের যেকোনো দিনের যেকোনো সময় সঠিক নিয়ম মত বিবাহ করতে পারেন। কেননা
মুসলিমরা মনে করেন যে আল্লাহর প্রত্যেকটা দিনই শুভ এবং কল্যাণময়। আল্লাহর
কোনদিনই অশুভ নয় আপনি চাইলে যেকোনো সময় যেকোনো দিন যেকোনো শুভ কাজ করতে
পারেন। এতে ইসলামের কোন বাধা-বিপত্তি নেই।
পৌষ মাসের দিবস ২০২৪
দিবস | বাংলা তারিখ | ইংরেজি তারিখ |
---|---|---|
অভিবাষী দিবস | ৩ রা পৌষ ১৪৩১ | ১৮ ই ডিসেম্বর ২০২৪ |
বাংলা ব্লগ দিবস | ৪ ঠা পৌষ ১৪৩১ | ১৯ ই ডিসেম্বর ২০২৪ |
জীববৈচিত্র দিবস | ১৪ ই পৌষ ১৪৩১ | ২৯ শে ডিসেম্বর ২০২৪ |
ব্যাংক হলিডে দিবস | ১৬ ই পৌষ ১৪৩১ | ৩১ শে ডিসেম্বর ২০২৪ |
ইংরেজি নববর্ষ ও জাতীয় গ্রন্থ দিবস | ১৭ ই পৌষ ১৪৩১ | ১ লা জানুয়ারি ২০২৫ |
সমাজ সেবা দিবস | ১৮ ই পৌষ ১৪৩১ | ২ রা জানুয়ারি ২০২৫ |
বিশ্ব ব্রেইল দিবস | ২০ শে পৌষ ১৪৩১ | ৪ ই জানুয়ারি ২০২৫ |
অনাথ শিশু দিবস | ২২ শে পৌষ ১৪৩১ | ৬ ই জানুয়ারি ২০২৫ |
প্রবাসী ভারতীয় দিবস | ২৫ শে পৌষ ১৪৩১ | ৯ ই জানুয়ারি ২০২৫ |
স্বদেশ প্রত্যাবর্তন দিবস | ২৬ শে পৌষ ১৪৩১ | ১০ শে জানুয়ারি ২০২৫ |
বাংলা পৌষ মাসের ছুটির তালিকা ১৪৩১
দিবস | বাংলা তারিখ | ইংরেজি তারিখ |
---|---|---|
বিজয় দিবস | ১ লা পৌষ ১৪৩১ | ১৬ ই ডিসেম্বর ২০২৪ |
বড়দিন | ১০ ই পৌষ ১৪৩১ | ২৫ শে ডিসেম্বর ২০২৪ |
পৌষ মাসের আবহাওয়া
পৌষ মাসের আবার সম্পর্কে বলতে গেলে বলা যায় এটি একটি কঠোর আবহাওয়ার
মাস। এই মাসে আকাশ থাকে পরিষ্কার এবং সেই সাথে বৃষ্টির ছিটেফোঁটাও দেখা
যায় না। যার কারণে ঠান্ডা অনেক বেশি অনুভব হয়। যেহেতু পৌষ মাস শীতকালের মাস
তাই এ সময় অত্যন্ত ঠান্ডা থাকে। পৌষ মাস কেন শীতকালের মাস তা আমরা একটু পরে
আলোচনা করব। আপাতত এখানে আমরা জানি পৌষ মাসের আবহাওয়া সম্পর্কে।
ঠাণ্ডা ও শীতল আবহাওয়াঃ পৌষ মাসে তাপমাত্রা বেশ অনেকটাই কম
থাকে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেক সময় অনেক বেশি দেখা যায়। দিনের
বেলায় সূর্য উজ্জ্বল থাকলেও, রাতের দিকে তাপমাত্রা অনেক কমে যায় এবং ঠাণ্ডা
অনুভূত হয়। সাধারণত ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এ ধরনের শীত অনুভূত হয়।
আরো পড়ুন ঃ অগ্রহায়ণ মাসের বিয়ের তারিখ 2024
শুকনো আবহাওয়া : পৌষ মাসে বৃষ্টি খুবই কম হয় যাকে বলা বৃষ্টি হয় না
বললেই চলে । সেই কারণে আকাশ পরিষ্কার থাকে। বাতাসে আর্দ্রতা কম থাকার কারণে
পরিবেশ শুকনো থাকে, যা শীতকে আরো তীব্র করে তোলে। শীতের সময় এই ধরনের শুকনো
আবহাওয়া শরীরের জন্য বেশ উপকারী।
ঘন কুয়াশা : পৌষ মাসে বিশেষ করে শীতের সকালে ঘন কুয়াশা দেখা দেয়, যা
দিনের প্রথম ভাগে দৃশ্যমান দেখা। কুয়াশা সাধারণত সকাল ৭টা থেকে ১০টা
পর্যন্ত স্থায়ী হয় এবং এর পরেই সূর্য উদিত হয় এবং আবহাওয়া একটু উষ্ণ হতে
শুরু করে।
রাতের শীত : পৌষ মাসের রাতে তাপমাত্রা আরও নীচে চলে যায়। একে "শীতের
রাজা" বলা হয়, কারণ এই সময়ে বেশিরভাগ অঞ্চলেই শীতের তীব্রতা সবচেয়ে বেশি
অনুভূত হয়। বিশেষত উত্তর ভারত, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে শীতের রাতগুলো বেশ
শীতল হয়ে থাকে।
পৌষ মাসের বিখ্যাত খাবার
পৌষ মাস একটি সুন্দর মনোরম পরিবেশের একটি মাস। এই মাস অত্যন্ত সুন্দর এবং
আরামদায়ক একটি মাস হয়ে থাকে। এই মাস যতটা সুন্দর তার বৈশিষ্ট্যও তত সুন্দর।
যেমন এর একটি বৈশিষ্ট্য হলো এই মাসের খাবার। পৌষ মাসের বিখ্যাত খাবার
সম্পর্কে বলতে গেলে অনেকগুলো খাবার সম্পর্কেই বলতে হয়। তাহলে আসুন আমরা সে
সকল খাবার গুলো নিয়ে একটু আলোচনা করি।
- পাটালি গুড়
- নারিকেল সন্দেশ
- পিঠা
- খিচুড়ি ও পাপড়
- খেজুর গুড়ের পায়েস
- শীতের সবজি
- মিষ্টি আলু
পাটালি গুড় ঃ শীতকালে রস দিয়ে বিভিন্ন রকমের গুড় তৈরি
করা হয়। যার মধ্যে পাটালি গুড় অন্যতম। পাটালি গুড় সাধারণত খেজুর গাছের
রস থেকে তৈরি করা হয়ে থাকে। এই পাটালি গুড় দিয়ে বিভিন্ন রকমের মিষ্টান্ন
তৈরি করা হয়। যার মধ্যে অন্যতম হলো সন্দেশ, রসগোল্লা এবং পায়েসের মতো
বিখ্যাত খাবার।
নারিকেল সন্দেশ ঃ শীতকালের আরেকটি বিখ্যাত খাবার হল
নারকেলের সন্দেশ। শীতকালের তাজা নারিকেল দিয়ে তৈরি করা হয় নারিকেল
সন্দেশ। আর এই নারিকেল সন্দেশ অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে।
পিঠা ঃ পৌষ মাসের সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে একটি
হলো পিঠা। শীতকালে গ্রাম বাংলার মানুষেরা হরেক রকমের পিঠা তৈরি করে এবং
তারা সেগুলো খায়। তাহলে এখন আসুন সে সকল পিঠা সম্পর্কে জানি।
- পুলি পিঠা ঃ পুলি পিঠা একটি অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় একটি। পুলি পিঠা খেজুর গুড় ও নারিকেল মিশিয়ে পুলি পিঠে তৈরি করা হয়।
- চিতই পিঠা ঃ শীতকালের সবচেয়ে জনপ্রিয় পিঠা গুলোর মধ্যে একটি হলো চিতই পিঠা। চিতই পিঠা একটু হালকা পাতলা হয়ে থাকে। যা গুড় ও নারিকেলের সাথে পরিবেশন করা হয়।
- রুই পিঠা ঃ রুই পিঠা বানানো হয় আটা, খেজুর গুড় এবং নারিকেল দিয়ে। রুই পিঠা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে।
খিচুড়ি ও পাপড় ঃ শীতকালের সবচেয়ে জনপ্রিয় খাবারের
মধ্যে একটি হল সরিষার তেল দিয়ে রান্না করা খিচুড়ি। এবং সরিষার তেল
দিয়ে ভাজা পাপড়। শীতকালে বা পৌষ মাসের দিকে সরিষা পেকে যায় এবং সেই
সরিষার তেল ভাঙ্গে গ্রাম গঞ্জে খিচুড়ি ও পাপড় রান্না করা হয়।
খেজুরের গুড়ের পায়েস ঃ শীতকালে খেজুরের রস থেকে
বিভিন্ন ধরনের গুড় তৈরি করা হয়। যা দিয়ে বিভিন্ন রকমের পায়েসও তৈরি করা
হয়। সেই সাথে সেই পায়েসগুলো অনেক বেশি সুস্বাদু এবং উপকারী হয়ে থাকে।
পৌষ মাসে সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে এটি একটি।
শীতের সবজি ঃ বাংলাদেশের সবচেয়ে বেশি সবজি পাওয়া যায়
শীতকালে। হরেক রকমের সবজি দিয়ে সজ্জিত থাকে পুরো শীতকাল। সেই সবজি গুলোর
মধ্যে হল বাঁধাকপি, চিচিংগা, গাজর, বেগুন, করলা, কাঁচা কলা,
শিম, লাউ, আলু , পেঁয়াজ, টমেটো, কুমড়া, পালং শাক,
ব্রকলি, মুলা, শালগম এবং ফুলকপির মত সুস্বাদ এবং পুষ্টিকর সবজি।
মিষ্টি আলু ঃ শীতকালীন মিষ্টি আলু অত্যন্ত সুস্বাদ এবং
জনপ্রিয় একটি খাবার। এটি সাধারণত সেদ্ধ করে অথবা ভেজে খাওয়া হয়। আবার এই
আলু খালি ও খাওয়া যায়।
পৌষ মাস কোন ঋতুতে পড়ে
পৌষ মাস কোন ঋতুতে পড়ে আপনি কি জানেন ? একজন বাঙালি হিসেবে আমাদের এটা
জানা অত্যন্ত জরুরী। সাধারণত আমাদের মোট ছয়টি ঋতু রয়েছে এবং ভারতের রয়েছে
মোট চারটি ঋতু। আমাদের দেশের দিক দিয়ে দেখতে গেলে পৌষ মাস যে
ঋতুতে পড়ে তা হল শীতকাল। আমরা জানি আমাদের দেশের মোট বাংলা মাসের
সংখ্যা ১২ টি। যার মধ্যে প্রত্যেক দুটি মাস নিয়ে একটি করে ঋতু গঠিত হয়।
যেহেতু পৌষ এবং মাঘ মাস নিয়ে শীতকাল হয়ে থাকে তাই বলা যায় পৌষ মাস শীতকাল
ঋতুতে পড়ে।আবার ভারতের দিক দিয়ে বলতে গেলে বলা যায় যে ভারতেও পৌষ
মাস শীতকালে হয়ে থাকে। কেননা ভারতে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত
শীতকাল হয়ে থাকে। তাই যেহেতু পৌষ মাস জানুয়ারিতে রয়েছে তাই বলা যায় পৌষ
মাস শীতকালের অংশ।
লেখকের শেষ কথা : পৌষ মাসের ক্যালেন্ডার 2024
সম্মানিত পাঠক আমরা আমাদের এই আর্টিকেলে আলোচনা করেছি যে পৌষ মাসের ক্যালেন্ডার
2024 এবং পৌষ মাসের বিয়ের তারিখ 2024 সম্পর্কে। পৌষ মাস শীতকালের একটি
অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশের একটি মাস। শীতকালের যে দুটি মাস রয়েছে
তার প্রথম মাস হল পৌষ মাস। এই মাসে অনেক বেশি শাকসবজি এবং বিখ্যাত খাবার পাওয়া
যায় যে খাবারগুলো আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে মিশে রয়েছে।
সম্মানিত পাঠকগণ আমরা আমাদেরই আর্টিকেলে যা যা আলোচনা করেছি যেমন পৌষ
মাসের ক্যালেন্ডার 2024 এবং আর অন্যান্য বিষয় সকল বিষয়গুলো সঠিক জ্ঞানের
মাধ্যমে এবং গবেষণার মাধ্যমে লেখা হয়েছে। আমরা যে সকল তথ্যগুলো এই আর্টিকেলে
তুলে ধরেছি সেই তথ্যগুলো আপনি যদি মনোযোগ সহকারে পড়তে পারেন তাহলে আশা করা
যায় আপনি উপকৃত লাভ করবেন। দিনশেষে আপনাদের উপকৃত হওয়াটাই আমাদের
প্রাপ্তি।
ট্রাজেডি আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url