কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করা যায়
কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করা যায় আপনি কি এখনো জানেন না
? যদি জেনে না থাকেন তাহলে আমাদের এই আর্টিকেল থেকে সম্পূর্ণরূপে জেনে
নেওয়ার চেষ্টা করুন। কেননা এই আর্টিকেলে ইনস্টাগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা
করতে চলেছি।
ইন্সটাগ্রাম একটি বহুল পরিচিত এবং জনপ্রিয় ইন্টারনেটের সামাজিক মাধ্যম
যেখানে আমরা বিভিন্ন ভিডিও দেখা থেকে শুরু করে বিভিন্ন মানুষজনের সাথে
আলাপ-আলোচনা করতে পারি। আপনি এই আর্টিকেলে আরো জানবেন ইনস্টাগ্রাম একাউন্ট
ওপেন করার নিয়ম সম্পর্কে।
পোস্ট সূচিপত্র ঃ কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করা যায়
- কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করা যায়
- ইনস্টাগ্রাম একাউন্ট ওপেন করার নিয়ম
- ইনস্টাগ্রাম মানে কি
- ইনস্টাগ্রাম কোন ধরনের মাধ্যম
- ইনস্টাগ্রাম মার্কেটিং কি
- ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার নিয়ম
কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করা যায়
কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করা যায় এ বিষয়টি আপনি কি এখন
পর্যন্ত জানেন না ? যদি না জেনে থাকেন তাহলে কোন দুশ্চিন্তার কিছু
নেই। কেননা এই আর্টিকেলে আপনি এই সকল বিষয় নিয়ে সম্পূর্ণ জানতে পারবেন।
আপনি যদি একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার এই বিষয়টি
জানা অত্যন্ত জরুরী। এখন জানুন তাহলে কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট
ডিলিট করা যায়।
প্রথমে আপনাকে আপনার ইনস্টাগ্রাম আইডির হোমপেইজে আসতে হবে। আসার পর যে
চিত্রটি ওপেন হবে,
এরপর আপনাকে চিহ্ন কৃত যায়গায় ক্লিক করতে হবে। এরপর আপনার কাছে যে চিত্রটি আসবে
সেটি হলো,
এখন আপনাকে উপরের থ্রি ডট বা চিহ্নিত জায়গায় ক্লিক করতে হবে। এখন যে
চিত্রটি আসবে সেটি হল,
এই চিত্রটি আসার পর আপনাকে ক্লিক করতে হবে accounts center এ । এখানে ক্লিক পরবর্তী
যে বিষয়টি আসবে সেটি হলো,
এই চিত্রটি আসার পর এখন আপনাকে ক্লিক করতে হবে personal details এ। যার পর যেই
চিত্রটি আসবে সেটি হলো ,
এই চিত্রটি ওপেন হওয়ার পর আপনি যা দেখতে সেটি হলো account ownership and control
এখানে এখন আপনার ক্লিক করতে হবে। এখন যা আসবে সেটি হলো,
এখন আসবে সেটি হলো deactivation and deletion যেখানে আপনাকে ক্লিক করতে হবে। এখন
আপনার কাছে যেই চিত্রটি আসবে সেটি হলো আপনাকে আপনার একাউন্ট সিলেক্ট করত হবে।
সিলেক্ট করার পর যা করতে হবে,
উপরে লিখা আছে deactivation যেখানে ক্লিক করলে আপনার আইডি deactive হয়ে যাবে
কিন্তু আপনাকে ক্লিক করতে হবে নিচের delete account তে। এখন আপনাকে continue তে
ক্লিক করতে হবে।
এখন আপনাকে সিলেক্ট করতে হবে কারণ। এখানে আমি সিলেক্ট করেছি something else
কিন্তু আপনার যেটা কারণ আপনি সেটাই দিবেন। তবে something else করায় শ্রেয়। কারণ
সিলেক্ট করার পর আপনাকে continue বাটনে ক্লিক করলে আপনার আইডি delete হয়ে যাবে।
ইনস্টাগ্রাম একাউন্ট ওপেন করার নিয়ম
ইনস্টাগ্রাম একাউন্ট ওপেন করার নিয়ম জানা জরুরী যদি আপনি
ইনস্টাগ্রাম ব্যবহার করতে চান।ইনস্টাগ্রাম যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে
ইনস্টাগ্রাম একাউন্ট ওপেন করার নিয়ম জানতে হবে। এখন আপনি যদি না জানেন তাহলে
দুশ্চিন্তার কিছু নেই আমাদের এই আর্টিকেল থেকে জেনে নিন। একাউন্ট খুলার পর
প্রথমে আপনাকে যা করতে হবে তা হলো,
এখন আপনার ইচ্ছা যে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে খুলবেন না ইমেইল দিয়ে খুলবেন।
যদি নাম্বার দিয়ে খুলবেন তাহলে next বাটনে ক্লিক করতে হবে।
এখন আপনাকে যেখানে ক্লিক করতে হবে সেটি হলো next বাটনে। next বাটনে ক্লিক করার পর
আপনার নাম্বারে এসএমএস দিয়ে অথবা ফোন দিয়ে ভেরিফাই করে নিবে। এরপর যে চিত্রটি
আসবে সেটি হলো,
এই খানে আপনাকে আপনার আইডির পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে next
বাটনে ক্লিক করতে হবে। এখন আপনাকে যা করতে হবে সেটি হলো,
এখন আপনাকে যেটি করতে হবে সেটি হলো save করতে হবে। যদি save করতে না চান তাহলে
not now এ ক্লিক করলেই হবে,
এখন আপনার নিজস্ব তথ্য দেওয়ার সময় এসেছে। এই খানে আপনাকে আপনার জন্মদিনের তারিখ
দিতে হবে। তারিখ দেওয়ার পর যেটি করতে হবে,
এখন আপনাকে আপনার আইডির পুরো নাম দিতে হবে। পুরো আইডির নাম দেওয়ার পর
আপনাকে next বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যদি করতে হবে আপনাকে,
এখন আপনাকে আপনার আইডির username দিতে হবে। ইউজার নেম দেওয়ার পর
next বাটনে ক্লিক করার ফলে আপনার একাউন্ট খোলা হয়ে যাবে। এরপর আপনাকে আপনার
একাউন্টে ছবি বলেন বা ফলোয়ার বাড়ি নিতে হবে। সেগুলো আমরা পরবর্তীতে জানার
চেষ্টা করব।
ইনস্টাগ্রাম মানে কি
ইনস্টাগ্রাম হল একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে ব্যবহারকারীরা ছবি এবং
ভিডিও শেয়ার করতে পারেন। একে অপরের পোস্টের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারেন।
এটি ২০১০ সালে কেভিন সিসট্রোম ও মাইক ক্রিগার দ্বারা তৈরি হয়েছিল এবং
পরবর্তীতে ২০১২ সালে ফেসবুক (বর্তমানে মেটা) কিনে নেয়। ইনস্টাগ্রামে আপনি ফটো
ও ভিডিও পোস্ট করতে পারেন, স্টোরি, শেয়ার করতে পারেন এবং সরাসরি ম্যাসেজ
পাঠাতে পারেন। অন্যান্য ব্যবহারকারীদের পোস্টে মন্তব্য বা লাইক করতে পারেন। এটি
একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম।
ইনস্টাগ্রাম কোন ধরনের মাধ্যম
ইনস্টাগ্রাম একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কনটেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম।
এটি মূলত ব্যবহারকারীদের ছবি, ভিডিও, স্টোরি এবং অন্যান্য মাল্টিমিডিয়া
কন্টেন্ট শেয়ার করার সুযোগ প্রদান করে। ইনস্টাগ্রাম সামাজিক নেটওয়ার্কিং,
যোগাযোগ, এবং সৃজনশীল কনটেন্ট শেয়ারিং এর জন্য ব্যবহৃত হয়।
ব্যবহারকারীরা একে অপরকে ফলো করতে পারেন, লাইকের মাধ্যমে পছন্দ জানাতে পারেন,
কমেন্ট করতে পারেন এবং ডাইরেক্ট মেসেজ মাধ্যমে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে
পারেন। তাহলে সংক্ষেপে বলা যায় যে ইনস্টাগ্রাম একটি সামাজিক মাধ্যম যার
মাধ্যমে কনটেন্ট শেয়ার করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এর মাধ্যমে সম্পর্ক
গড়ে তোলা, আত্মপ্রকাশ এবং ব্র্যান্ডিং করা যায়।
ইনস্টাগ্রাম মার্কেটিং কি
ইনস্টাগ্রাম মার্কেটিং হল ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা বা
ব্র্যান্ডের প্রচার এবং প্রোডাক্ট বা সার্ভিসের বিক্রি বৃদ্ধি করার উপায় বা
পদ্ধতি। এটি একটি শক্তিশালী ডিজিটাল মার্কেটিং টুল যা ব্যবসায়ী এবং
ব্র্যান্ডগুলোকে তাদের লক্ষ্য গ্রাহকদের সাথে সংযুক্ত হতে, ব্র্যান্ড সচেতনতা
তৈরি করতে এবং বিক্রয় বৃদ্ধি করতে সাহায্য করে। তাহলে আসুন এখন ইনস্টাগ্রাম
মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জেনে নেন।
ভিজ্যুয়াল কনটেন্ট শেয়ারিং : ইনস্টাগ্রাম একটি ভিজ্যুয়াল
প্ল্যাটফর্ম যেখানে মানুষ ছবি ও ভিডিও শেয়ার করতে পারে। ব্যবসাগুলো তাদের
পণ্য বা সেবা প্রদর্শন করতে উচ্চমানের ছবি, ভিডিও, রিলস এবং স্টোরি তৈরি করে
যা গ্রাহকদের আকর্ষণ করতে সাহায্য করে থাকে।
ইনস্টাগ্রাম অ্যাড : ইনস্টাগ্রাম অ্যাড একটি পেইড বিজ্ঞাপন ফিচার যার
মাধ্যমে ব্যবসায়ীরা তাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে। এই
বিজ্ঞাপনগুলো ফিড, স্টোরি বা রিলস-এ প্রদর্শিত হতে পারে। বিজ্ঞাপনগুলোকে
বিশেষভাবে ডিজাইন করা হয় যাতে তারা ব্যবহারকারীদের নজর কাড়ে এবং কার্যকরী
হয়।
ইনফ্লুয়েন্সার মার্কেটিং : ইনস্টাগ্রামে অনেক জনপ্রিয়
ইনফ্লুয়েন্সার বা সোশ্যাল মিডিয়া তারকা আছেন, যারা বড় সংখ্যক ফলোয়ারদের
সঙ্গে যুক্ত। ব্যবসায়ীরা তাদের সাথে পার্টনারশিপ করে তাদের পণ্য বা সেবা
প্রচার করতে পারেন। ইনফ্লুয়েন্সারের রেকমেন্ডেশন গ্রাহকদের জন্য
বিশ্বাসযোগ্য হতে পারে, যা ব্র্যান্ডের বিক্রয় বাড়াতে সহায়ক।
হ্যাশট্যাগ ব্যবহার : হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্টের দৃশ্যমানতা
বৃদ্ধি করা যায়। হ্যাশট্যাগ এর মাধ্যমে ব্যবসায়ীরা তাদের পণ্য বা সেবা
সংক্রান্ত ট্রেন্ডিং বা জনপ্রিয় বিষয়ের সাথে সংযুক্ত হতে পারেন যার ফলে
তাদের পোস্টগুলি আরও বেশি মানুষের কাছে পৌঁছায়।
ইনস্টাগ্রাম শপ : ইনস্টাগ্রামে একটি বিল্ট-ইন শপিং ফিচার রয়েছে যার
মাধ্যমে ব্যবসায়ীরা তাদের পণ্য সরাসরি ইনস্টাগ্রাম অ্যাপে বিক্রি করতে
পারেন। ব্যবহারকারীরা ফিড বা স্টোরির মাধ্যমে পণ্যগুলি দেখতে এবং কিনতে পারেন
যা সহজ এবং দ্রুত কেনাকাটার অভিজ্ঞতা দেয়।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার নিয়ম
ইনস্টাগ্রাম একাউন্ট ব্যবহার করতে হইলে আপনাকে প্রথমে জানতে হবে
ইনস্টাগ্রামে কিভাবে ছবি পোস্ট করতে হয়। কেননা ইনস্টাগ্রাম এর প্রধান
বিষয় হল ছবি পোস্ট করা এবং সেই ছবিগুলো নিয়ে মার্কেটিং করে। তাহলে আসুন এখন
আপনি জেনে নিন ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার নিয়ম।
একটি ছবি পোস্ট করার জন্য আপনাকে প্রথমে লাল চিহ্নিত জায়গায় ক্লিক করতে হবে।
এরপর আপনাকে যা দেখাবে সেখানে যা করতে হবে,
এইখান থেকে আপনাকে যেকোনো একটি ছবি বেছে নিতে হবে। ছবি বেছে নেওয়ার পর আপনাকে
নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
এ সময় আপনি আপনার ছবিকে যেকোনোভাবে এডিট করতে পারেন। এডিট করা হয়ে গেলে নেক্সট
বাটন থেকে ক্লিক করে পরের পেজে চলে যেতে হবে।
সবকিছু হয়ে গেলে এখানে এসে শেয়ার বাটনে ক্লিক করে দিলে আপনার ছবিটি পোস্ট হয়ে
যাবে। আপনি এভাবেই একটি পোস্ট অথবা একটি ভিডিও ইনস্টাগ্রাম এ পোস্ট করতে পারবেন।
ট্রাজেডি আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url