২০২৫ সালের সরকারি ছুটির তালিকা সম্পর্কে আপনি কি জানতে ইচ্ছুক ? তাহলে আসুন
আমাদের এই আর্টিকেল থেকে জেনে ২০২৫ সালের ছুটি সম্পর্কে। কেননা আমরা আমাদের এই
আর্টিকেলে আমরা ২০২৫ সালের সরকারি ছুটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি।
তাছাড়াও আপনি এই আর্টিকেল থেকে আরও জানতে পারবেন যে জানুয়ারি মাসের ছুটির দিন
সম্পর্কে। আসলে আমরা ছোট বড় সকলেই ছুটি অনেক পছন্দ করে থাকি। তাই ছুটির সম্পর্কে
জানা বা জানার আগ্রহ আমাদের সকলেরই রয়েছে। সেই আগ্রহ থেকেই আজকের এই আর্টিকেলটি।
পোস্ট সূচিপত্র ঃ ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা সম্পর্কে জানার আগ্রহ আমাদের অনেকেরই
রয়েছে। ছুটি আমরা কমবেশি সকলেই পছন্দ করে থাকি। আমরা চাকরি করি অথবা একজন
ছাত্র বা ছাত্রীই হয় না কেন আমাদের সকলেরই ইচ্ছা থাকে সপ্তাহ বা মাস শেষে কিছু
সময় ছুটি কাটানোর। সেই ইচ্ছা বা আগ্রহ থেকেই আমরা সবাই জানতে চাই যে এই বছরে বা
নির্দিষ্ট সময়ে মোট কতটি ছুটি রয়েছে এবং কি কি কারণে রয়েছে। তাই আসুন আমরা
২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার সম্পর্কে জানি এই আর্টিকেলে।
গত বৃহস্পতিবার অর্থাৎ ১৭ই অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রধান
উপদেষ্টা তার প্রেস উইঙ্গের মাধ্যমে জানিয়েছেন যে ২০২৫ সালে সরকারি ছুটি মোট কত
দিন হতে চলেছে। মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস বলেন ২০২৫ সালের
সাধারণ এবং নির্বাহী ছুটি মিলিয়ে মোট ২৬ দিন ছুটি থাকবে। যার মধ্যে
সাপ্তাহিক ছুটি পাঁচ দিন শুক্রবার এবং চারদিন শনিবার রয়েছে। তাহলে এখন
আসুন বিস্তারিত জানি কোন কোন কারণে এই ছুটি হতে পারে।
-
মাননীয় প্রধান উপদেষ্টা জানান যে বিভিন্ন রাষ্ট্রীয় দিবস এবং ধর্মীয়
উৎসব বিবেচনা করে মোট ১২ দিন সাধারণ ছুটির ব্যবস্থা করা হয়েছে। তবে
এর মধ্যে সাপ্তাহিক ৫ দিন ছুটি রয়েছে যার মধ্যে ৩টি শুক্রবার এবং ২টি
শনিবার রয়েছে।
-
মাননীয় উপদেষ্টা আরো জানান নববর্ষ বা বাংলা দিবস এবং গুরুত্বপূর্ণ ধর্মীয়
আচার অনুষ্ঠান বিবেচনায় আরো ১৪ দিন নির্বাহী ছুটি বরাদ্দ করা হয়েছে। তবে
এর মধ্যে মোট চার দিন সাপ্তাহিক ছুটি রয়েছে যার মাধ্যমে ২ দিন শুক্রবার
এবং ২ দিন শনিবার রয়েছে।
-
তবে তাহারা আরও জানান যে ধর্মীয় উৎসব উপলক্ষে আরো তিন দিন ঐচ্ছিক ছুটি
কাটানোর ব্যবস্থা রয়েছে।
-
পার্বত্য চট্টগ্রাম এবং এর বাহিরে যারা কর্মরত তাদের জন্য ক্ষুদ্র
নৃগোষ্ঠীতে উৎসবের জন্য অতিরিক্ত দুইদিন ছুটির ব্যবস্থা করা হয়েছে যার
মধ্যে একদিন সাপ্তাহিক ছুটি দিন পড়েছে।
-
২০২৫ সালে ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের জন্য মোট ১১ দিন ছুটির ব্যবস্থা করা
হয়েছে। যেখানে ঈদুল আযহায় ৬ দিন এবং ঈদুল ফিতরের জন্য বরাদ্দ হয়েছে ৫
দিন। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজোর ছুটির ব্যবস্থা করা
হয়েছে ২ দিন। যেগুলো হলো নবমী এবং দশমীর দিন।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকায় সাধারণ ছুটির ১২ দিন এবং নির্বাহী ছুটি মোট
১৪ দিন বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে মোট ৯ দিন (৫ দিন শুক্রবার এবং ৪ দিন
শনিবার) সাপ্তাহিক ছুটির দিন রয়েছে। এইসব মিলিয়ে মোট ২৬ টি ছুটি বরাদ্দ
হয়েছে ২৫ সালের জন্য। ২০২৪ সালের মোট ছুটি ছিল ২২ দিন সেই তুলনায় এই বছর
চারদিন ছুটি অতিরিক্ত বাড়ানো হয়েছে।
জানুয়ারি মাসের ছুটির দিন ২০২৫
জানুয়ারি মাসের ছুটির দিন ২০২৫ সম্পর্কে কি জানতে আপনি আগ্রহী ? তাহলে এই
পর্যায়ে আমি আপনাদের জানিয়ে দেয় যে জানুয়ারি মাসের ছুটি সম্পর্কে। আপনি যদি
একটু আশা করে থাকেন জানুয়ারি মাসের সরকারি ছুটিতে পরিবারের সাথে সময় কাটাবেন
তাহলে আপনি একটু হতাশ হতে চলেছেন। কেননা এই মাসে কোন সরকারি ছুটির দিন নয়।
তবে সাপ্তাহিক এবং ঐচ্ছিক ছুটি রয়েছে এই মাসে। তবে যারা আমার মতো অলস নয় বরং
কাজ প্রেমী মানুষ তাদের জন্য এই মাসটি অনেক বেশি উপকারি।
ফেব্রুয়ারি মাসের ছুটির দিন ২০২৫
তারিখ |
বার |
দিবস |
১৪ই ফেব্রুয়ারি ২০২৫ |
শুক্রবার |
শব-ই-বরাত |
২১ শে ফেব্রুয়ারি ২০২৫ |
শুক্রবার |
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিব |
মার্চ মাসের ছুটির দিন ২০২৫
তারিখ |
বার |
দিবস |
২৬ শে মার্চ ২০২৫ |
বুধবার |
স্বাধীনতা দিবস |
২৭ শে মার্চ ২০২৫ |
বৃহস্পতিবার |
শবই কদর |
২৮ শে মার্চ ২০২৫ |
শুক্রবার |
জুময়াতুল বিদা |
৩১ শে মার্চ ২০২৫ |
সোমবার |
ইদুল ফিতর |
এপ্রিল মাসের ছুটির দিন ২০২৫
তারিখ |
বার |
দিবস |
১ লা এপ্রিল ২০২৫ |
মঙ্গলবার |
ঈদুল ফিতর |
২ রা এপ্রিল ২০২৫ |
বুধবার |
ঈদুল ফিতর |
১৪ই এপ্রিল ২০২৫ |
সোমবার |
পহেলা বৈশাখ |
মে মাসের ছুটির দিন ২০২৫
তারিখ |
বার |
দিবস |
১ লা মে ২০২৫ |
বৃহস্পতিবার |
মে দিবস |
৫ই মে ২০২৫ |
সোমবার |
বৌদ্ধ পূর্ণিমা |
জুন মাসের ছুটির দিন ২০২৫
তারিখ |
বার |
দিবস |
৬ই জুন ২০২৫ |
শুক্রবার |
ঈদুল আযহা |
৭ই জুন ২০২৫ |
শনিবার |
ঈদুল আযহা |
৮ই জুন ২০২৫ |
রবিবার |
ঈদুল আযহা |
জুলাই মাসের ছুটির দিন ২০২৫
তারিখ |
বার |
দিবস |
৬ই জুলাই ২০২৫ |
রবিবার |
আশুরা |
আগস্ট মাসের ছুটির দিন ২০২৫
তারিখ |
বার |
দিবস |
১৬ই আগস্ট |
শনিবার |
শুভ জন্মষ্টমী |
সেপ্টেম্বর মাসের ছুটির দিন ২০২৫
তারিখ |
বার |
দিবস |
৫ই সেপ্টেম্বর |
শুক্রবার |
ঈদে মিলাদুন্নবী |
অক্টোবর মাসের ছুটির দিন ২০২৫
তারিখ |
বার |
দিবস বা উৎসব |
১ লা অক্টোবর ২০২৫ |
বুধবার |
নবমী |
২ রা অক্টোবর ২০২৫ |
বৃহস্পতিবার |
দশমী |
নভেম্বর মাসের ছুটির দিন ২০২৫
নভেম্বর মাসের ছুটির দিন ২০২৫ সম্পর্কে কি জানতে আপনি আগ্রহী ? তাহলে এই
পর্যায়ে আমি আপনাদের জানিয়ে দেয় যে জানুয়ারি মাসের ছুটি সম্পর্কে। আপনি যদি
একটু আশা করে থাকেন জানুয়ারি মাসের সরকারি ছুটিতে পরিবারের সাথে সময় কাটাবেন
তাহলে আপনি একটু হতাশ হতে চলেছেন। কেননা এই নভেম্বর মাসে কোন সরকারি ছুটির দিন
নয়। তবে সাপ্তাহিক এবং ঐচ্ছিক ছুটি রয়েছে এই মাসে। তবে যারা আমার মতো অলস নয়
বরং কাজ প্রেমী মানুষ তাদের জন্য এই মাসটি অনেক বেশি উপকারি।
ডিসেম্বর মাসের ছুটির দিন ২০২৫
তারিখ |
বার |
দিবস বা উৎসব |
১৬ই ডিসেম্বর ২০২৫ |
মঙ্গলবার |
বিজয় দিবস |
২৫ শে ডিসেম্বর ২০২৫ |
বৃহস্পতিবার |
বড় দিন |
ট্রাজেডি আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url