অগ্রহায়ণ মাসের ক্যালেন্ডার 2024
অগ্রহায়ণ মাসের ক্যালেন্ডার 2024 সম্পর্কে আপনি কি জানেন ? যদি আপনি জেনে না থাকেন
দুশ্চিন্তার কিছু নেই। কেননা আমরা এই আর্টিকেলে অগ্রহায়ণ মাসের ক্যালেন্ডারের
যাবতীয় সকল কিছু সম্পর্কে আলোচনা করতে চলেছি।
তাছাড়াও আপনি এখানে জানতে চলেছে যে অগ্রহায়ণ মাসের বিয়ের তারিখ 2024
সম্পর্কে। তাহলে আসুন অগ্রহায়ণ মাসের সম্পর্কে সকল কিছু জানুন যাতে করে এই মাসের
সকল শুভ দিন এবং আচার অনুষ্ঠান যেন মিস না হয়ে যায়।
পোস্ট সূচিপত্র ঃ অগ্রহায়ণ মাসের ক্যালেন্ডার 2024
অগ্রহায়ণ মাসের ক্যালেন্ডার 2024
অগ্রহায়ণ মাসের ক্যালেন্ডার 2024 সম্পর্কে কি আপনি এখনো জানেন না। তাহলে
আমাদের এই আর্টিকেল থেকে জেনে নিন। কেননা আমরা বাঙালি তাই আমাদের
বাঙালি হিসেবে আমাদের দেশের বাংলা ক্যালেন্ডার সম্পর্কে জানা জরুরী। কেননা
আমাদের অনেক বাংলা উৎসব রয়েছে যা বাংলা ক্যালেন্ডার দেখেই পালন করা হয়। আর
আমরা যদি বাংলা ক্যালেন্ডার সম্পর্কে না জানি তাহলে সেসব দিবস পালন করতে পারবো
না। তাই আসুন জেনে নেন অগ্রহায়ণ মাসের বিয়ের তারিখ 2024 সম্পর্কে।
অগ্রহায়ণ মাসের বিয়ের তারিখ 2024
অগ্রহায়ণ মাসের বিয়ের তারিখ 2024 সম্পর্কে কি আপনি জানতে চাচ্ছেন। কেননা এখন
আমাদের দেশের বা বাঙ্গালিরা কোন শুভ কাজের আগে বাংলা ক্যালেন্ডার দেখেই তারিখ
ঠিক করে থাকে। তাব এটি বেশিরভাগ করে থাকে হিন্দু ধর্মের লোক জন। তাহলে আসুন
আপনিও যদি একজন হিন্দু ধর্মালম্বীর মানুষ হয়ে থাকেন তাহলে অগ্রহায়ণ মাসের বিয়ের
তারিখ 2024 সম্পর্কে জেনে নেন।
বাংলা তারিখ | ইংরেজি তারিখ | সময় | লগ্ন |
---|---|---|---|
১ লা অগ্রহায়ণ ১৪৩১ | ১৬ই নভেম্বর ২০২৪ | সন্ধ্যা ৪.৪০ থেকে রাত ৬.৫০ পর্যন্ত | বৃষ |
৯ই অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ শে নভেম্বর ২০২৪ | রাত ১.৪৫ থেকে রাত ৩.০৬ পর্যন্ত | কন্যা |
১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ২৬ শে নভেম্বর ২০২৪ | রাত ১০.৩০ থেকে রাত ২.৫০ পর্যন্ত | কন্যা এবং সিংহ |
২৪ শে অগ্রহায়ণ ১৪৩১ | ৯ই ডিসেম্বর ২০২৪ | রাত ১০.৪০ থেকে রাত ৪.৩০ পর্যন্ত | সিংহ, তুলা এবং কন্যা |
২৯ শে অগ্রহায়ণ ১৪৩১ | ১৪ই ডিসেম্বর ২০২৪ | রাত ৯.২০ থেকে রাত ১.১৫ পর্যন্ত আবার রাত ২.৫০ থেকে রাত ৩.৩০ পর্যন্ত | সিংহ, তুলা এবং কন্যা |
অগ্রহায়ণ মাসের দিবস ২০২৪
অগ্রহায়ণ মাসের দিবস ২০২৪ সম্পর্কে আপনি কি জানেন ? যদি জেনে না থাকেন তাহলে
দুশ্চিন্তার কিছু নেই। কেননা আমরা এই আর্টিকেলে আপনাদের অগ্রহায়ণ মাসের
দিবস সম্পর্কে জানাতে চলেছি। অগ্রহায়ণ মাসে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ দিবস। যেগুলা
আমাদের পালন করতেই হয়। আর যদি দিবস গুলো সম্পর্কে যদি না জানেন তাহলে এই খান থেকে
জানুন।
নিম্নে আমরা যেসব দিবসের কথা উল্লেখ করব সেগুলা রাষ্ট্রীয় এবং আন্তজার্তিক উভয়ই
দিবস হতে পারে।
তারিখ | দিবস |
---|---|
২ রা অগ্রহায়ণ ১৪৩১ | শিক্ষার্থী দিবস |
৪ ঠা অগ্রহায়ণ ১৪৩১ | পুরুষ দিবস |
৬ই অগ্রহায়ণ ১৪৩১ | স্বশস্ত্র বাহিনী দিবস |
৯ই অগ্রহায়ণ ১৪৩১ | আশুলিয়া ট্রাজেডি দিবস |
১০ শে অগ্রহায়ণ ১৪৩১ | নারী নির্যাতন প্রতিরোধ দিবস |
১৪ই অগ্রহায়ণ ১৪৩১ | ফিলিস্তিনিদের প্রতি সংহতি দিবস |
১৬ই অগ্রহায়ণ ১৪৩১ | মুক্তিযোদ্ধা দিবস |
১৮ই অগ্রহায়ণ ১৪৩১ | বাংলা একাডেমী দিবস |
১৯ শে অগ্রহায়ণ ১৪৩১ | বস্ত্র দিবস |
২০ শে অগ্রহায়ণ ১৪৩১ | সেচ্ছা সেবক দিবস |
২১ শে অগ্রহায়ণ ১৪৩১ | সংবিধান সংরক্ষণ দিবস |
২২ শে অগ্রহায়ণ ১৪৩১ | বেসামরিক বিমান দিবস |
২৪ শে অগ্রহায়ণ ১৪৩১ | বেগম রোকেয়া দিবস |
২৫ শে অগ্রহায়ণ ১৪৩১ | মানবাধিকার দিবস |
২৬ শে অগ্রহায়ণ ১৪৩১ | পাহাড় দিবস |
২৯ শে অগ্রহায়ণ ১৪৩১ | শহীদ বুদ্ধিজীবী দিবস |
বাংলা অগ্রহায়ণ মাসের ছুটির তালিকা ১৪৩১
বাংলা অগ্রহায়ণ মাসের ছুটি সম্পর্কে কি আপনি জানতে চাচ্ছেন। ছুটি আমরা যারা
ছাত্র বা চাকরী করি আমাদের সকলেই পছন্দ করে থাকি। ছুটি তো আমরা ছোট বড় সকলেই
পছন্দ করি। সেই পছন্দ থেকেই আপনি যদি আশা করে থাকেন যে অগ্রহায়ণ মাসে কোন ছুটি
রয়েছে। তাহলে আপনি কিছু হতাশ হবেন কেননা এই অগ্রহায়ণ মাসে কোন সরকারি ছুটি নেই।
তবে যারা কাজ কে ভালোবেসে থাকেন বা আমার মত অলস নন তাদের এই মাস অনেক ভালো
লাগবে।
অগ্রহায়ণ মাসের আবহাওয়া
অগ্রহায়ণ মাস একটি সুন্দর মনোরম পরিবেশের মাস। অগ্রহায়ণ মাস বাংলা
বারো মাসের মধ্যে মাঝখানের একটি মাস। অগ্রহায়ণ মাস হেমন্তকালের একটি মাস। এই
মাস অত্যন্ত মনোরম পরিবেশের একটি মাস কেননা এই সময় আপনি আপনি হালকা গরম এবং
হালকা ঠান্ডা অনুভূতি পাবেন। অগ্রহায়ণ মাস পড়ার সাথে সাথে চারদিকে উৎসবমুখর
হয়ে পড়ে। এই মাস পড়ার সাথে সাথে দক্ষিণ দিক থেকে ঠান্ডা হাওয়া বইতে থাকে।
অগ্রহায়ণ মাসে আপনি প্রত্যেক ঋতুর চিহ্ন দেখতে পাবেন। এই সময় চারিদিকে
বিভিন্ন রকমের ফুল পড়তে দেখা যায়। তাছাড়া ওই মাসে গ্রীষ্মের মতো গরম এবং
শীতের ঠান্ডা তো রয়েছে। অগ্রহায়ণ মাস পড়ে যাওয়া মানে শীতকালের আবির্ভাব
হওয়া কেননা হেমন্তকাল থেকেই কুয়াশা পড়তে শুরু করে এবং দক্ষিণ দিক থেকে বাতাস
বইতে শুরু করে। দক্ষিণ দিক থেকে বাতাস বওয়া শুরু মানেই শীতকালে শুরু।
তাছাড়াও মাঝে মাঝে এই মাসে হালকা বৃষ্টিও দেখা যায়।
অগ্রহায়ণ মাস পড়তে না পড়তেই আমাদের গ্রাম বাংলাতে ধান কাটা শুরু হয়ে যায়।
কেননা এ সময় বাংলাদেশের গ্রামেগঞ্জে আমন আউশের ধান কাটতে হয়। আর এই ধান দিয়েই
গ্রাম বাংলার মানুষ বিভিন্ন রকম উৎসবে মেতে উঠেন। অগ্রহায়ণ মাসের আবহাওয়া
সম্পর্কে বলতে গেলে এই মাসের আবহাওয়া অত্যন্ত সুন্দর এবং মনরোম একটি মাস।
অগ্রহায়ণ মাসের বিখ্যাত খাবার
অগ্রহায়ণ মাসের বিখ্যাত খাবার সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে আমি বলব
আপনি এই মাস সম্পর্কে কিছুই জানেন না। কেননা বাঙ্গালীদের কাছে একটি উৎসবের
মাস হচ্ছে অগ্রহায়ণ মাস। হেমন্তকালে গ্রামে গঞ্জে নতুন আমন আউশের ধান উঠে
এবং সেই ধান দিয়েই শুরু হয় বাঙ্গালিদের। তাহলে জেনে যে অগ্রহায়ণ মাসের উৎসবের
সে সকল খাবার সম্পর্কে।
পিঠা ঃ অগ্রহায়ন মাসে যে নতুন ধান ঘরে আসে সেই ধান থেকে
গ্রামে উৎসব শুরু হয়। সেই উৎসবের প্রধান খাবার হল বিভিন্ন রকমের পিঠা। গ্রামের
মায়েরা সুন্দর ভাবে বিভিন্ন রকমের সুস্বাদু পিঠা বানাই। যার মধ্যে অন্যতম হলো
ভাপা, পুলি, চিতই, পাঠিসাপটা এবং নকশীপিঠা ইত্যাদি। এমন আরো অনেক পিঠা রয়েছে।
ফলমূল ঃ অগ্রাহায়ণ মাসে প্রচুর অনেক সুস্বাদু যুক্ত ফলমূল
পাওয়া যায়। যার মধ্যে অন্যতম হলো কামরাঙ্গা, চালতা, আমলকি, এবং নারিকেল।
তাছাড়াও আরো অনেক রকমের ফল পাওয়া যায় এই অগ্রাহায়ন মাসে।
অগ্রহায়ণ মাস কোন ঋতুতে পড়ে
অগ্রহায়ণ মাস কোন ঋতুতে পড়ে আপনি কি জানেন ? যদি জেনে না থাকেন তাহলে আসুন
জেনে নিন। বাংলাদেশে মোট বাংলা বারটি মাস হয়েছে। যার মধ্যে অগ্রহায়ণ
মাস ৮ নম্বর। তাছাড়া বাংলাদেশ ঋতু রয়েছে মোট ছয়টি। আমরা সকলে
কমবেশি জানি যে বাংলা মাসের প্রত্যেক দুটি করে মাস নিয়ে একটি করে ঋতু গঠিত
হয়। আমরা জানি হেমন্তকাল যেহেতু কার্তিক মাস এবং অগ্রহায়ণ মাস নিয়ে
গঠিত। তাই অগ্রহায়ণ মাস হেমন্তকালের অধীনে পড়ে।
লেখকের শেষ কথা ঃ অগ্রহায়ণ মাসের ক্যালেন্ডার 2024
সম্মানিত পাঠকগণ আমরা এই আর্টিকেলে আলোচনা করেছি যেঅগ্রহায়ণ মাসের বিয়ের
তারিখ 2024 সম্পর্কে। তাছাড়াও অগ্রহায়ণ মাস সম্পর্কে আরো অনেক কিছু আলোচনা
করেছি। আমরা বাঙালি আমাদের নিজস্ব একটি ক্যালেন্ডার রয়েছে যার নাম বাংলা
ক্যালেন্ডার। আমাদের বাঙ্গালীদের অনেক উৎসব রয়েছে যেগুলো বাংলা
ক্যালেন্ডা্র অনুযায়ী হয়ে থাকে যেমন পহেলা বৈশাখ। তাছাড়াও এখনো
গ্রামে গন্ধ বা হিন্দু ধর্মের লোকেরা বিভিন্ন শুভ কাজ করার আগে বাংলা
ক্যালেন্ডার দেখে সেসব কাজ করে থাকে। তাহলে বুঝতে পারছেন যে বাংলা ক্যালেন্ডার
সম্পর্কে জানা আমাদের জন্য কতটা জরুরী।
ট্রাজেডি আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url