জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো

জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো সম্পর্কে আপনি কি জানেন না ? জিমেইল বা গুগল একাউন্ট আমাদের জীবনের সবচেয়ে গুরুত্ব একটি বিষয় হয়ে দাড়িয়েছে। কেননা এই জিমেইল বা গুগল একাউন্ট ছাড়া ইন্টারনেটে কোন কিছুই ব্যবহার করা যায় না।
জিমেইল-পাসওয়ার্ড-কিভাবে-দেখবো
অনেক সময় আমরা আমাদের পাসওয়ার্ড ভুলে যায় তখন অনেক ঝামেলায় পড়তে হয়। আপনারও যদি সমস্যা দেখা দেয় আর আপনি যদি না জানেন যে কিভাবে জিমেইলের পাসওয়ার্ড দেখতে হয় তাহলে আমাদের আর্টিকেল থেকে জানুন। তাছাড়াও জানুন জিমেইল আইডি কিভাবে খুলবো সম্পর্কে।

পোস্ট সূচিপত্র ঃ জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো

জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো

জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো সম্পর্কে এই আর্টিকেলটি লেখা হয়েছে। জিমেইল এর একাউন্ট বা গুগল এই দুটি একাউন্ট একই জিনিস হয়ে থাকে। প্রথমত আমাদের খুলতে হয় একটি গুগল একাউন্ট এবং পরবর্টিতে এটি হয়ে যায় জিমেইল একাউন্ট। এখন প্রশ্ন হচ্ছে আপনার জিমেইল পাসওয়ার্ড যদি ভূলে যান তাহলে কি করবেন। এটার জন্য অনেকেই ফরগেট পাসওয়ার্ড করে। কিন্তু আপনি এই আর্টিকেল দেখে থাকেন তাহলে আপনার আর এই কাজ করার দরকার নাই।

গুগল একাউন্ট বা জিমেইলের পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে প্রথমে আসতে হবে গুগল অ্যাপসে। মনে রাখবেন ক্রোমে যাওয়ার দরকার নেই। তাহলে প্রথমে আসুন গুগলে।
জিমেইল-পাসওয়ার্ড-কিভাবে-দেখবো
এরপর আপনি লাল এরো বা লাল তীর দ্বারা চিহ্নিত জায়গায় ক্লিক করুন। ক্লিক করার পর আপনার কাছে যেই ইন্টার ফেস আসবে সেটি হলো।
জিমেইল-পাসওয়ার্ড-কিভাবে-দেখবো
এখন আপনাকে ক্লিক করতে হবে Manage Your Google Account বা যা লাল কালি দিয়ে চিহ্নিত করা রয়েছে। ক্লিক করার পর আপনার সামনে আর একটি ইন্টার ফেস আসবে।
জিমেইল-পাসওয়ার্ড-কিভাবে-দেখবো
ক্লিক করার পর আপনাকে গুগলের ড্যাসবোর্ডে নিয়ে যাবে। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে Security লেখায় যেখানে চিহ্নিত করা আছে। 
জিমেইল-পাসওয়ার্ড-কিভাবে-দেখবো
Security তে ক্লিক করার পর যেই ইন্টারফেস আসবে সেটি একটি স্ক্রল করুন দেখবেন নিচে লেখা আছে Password Manager এখন এখানে ক্লিক করুন।
জিমেইল-পাসওয়ার্ড-কিভাবে-দেখবো
এখন আপনাকে ক্লিক করতে হবে Google.com এ। এটিতে ক্লিক করার পর আপনার কাছে থেকে আপনার ফোনের পাসওয়ার্ড চাইবে। আপনি সেখানে চাইলে fringerprint বা password ও দিতে পারেন। পাসওয়ার্ড দেওয়ার পর আর একটি ইন্টারফেস আসবে।
জিমেইল-পাসওয়ার্ড-কিভাবে-দেখবো
এখন যদি আপনি চোখের মত আইকনে ক্লিক করেন তাহলে আপনি আপনার গুগলের বা জিমেইলের পাসওয়ার্ড দেখতে পাবেন। আপনার জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে forgott মারার দরকার নেই আপনি এই ভাবেই password দেখতে পারবেন।

জিমেইল আইডি কিভাবে খুলবো

জিমেইল আইডি কিভাবে খুলবো সম্পর্কে এই আর্টিকেলটি লেখা হয়েছে। জিমেইল বা গুগল একাউন্ট আমাদের বাস্তব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাড়িয়েছে। কেননা বর্তমানে নেটের সকল কাজের ক্ষেত্রে জিমেইল ব্যবহার করতেই হয়। তাই আপনি যদি জিমেইল আইডি খুলতে না জানেন তাহলে আমাদের এই পোস্ট থেকে জেনে নেন।

জিমেইল বা গুগল একাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে গুগলের গিয়ে Google account লিখে সার্চ করতে হবে। লেখার যা আসবে,
জিমেইল-আইডি-কিভাবে-খুলবো
একাউন্ট খোলার জন্য আপনাকে Create Account এ যেখানে চিহ্ন দেওয়া আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যা আসবে,
জিমেইল-আইডি-কিভাবে-খুলবো

চিহ্নিতকৃত জায়গায় দুটিতে আপনাকে নাম বসাতে হবে। দুটি নাম হলে একটি উপরে অপরটি নিচে বসাতে হবে যেভাবে উপরের ছবিতে বসানো আছে। এরপর আপনাকে যা করতে হবে, 
জিমেইল-আইডি-কিভাবে-খুলবো

এইখানে আপনার জন্ম তারিখ এবং আপনার লিঙ্গ বসাতে হবে। বসানো হয়ে গেলে Next এ ক্লিক করতে হবে।
জিমেইল-আইডি-কিভাবে-খুলবো
এখন আপনাকে আপনার জিমেইল নাম সিলেক্ট করতে হবে। আপনি গুগলের দেওয়া নাম ব্যবহার করতে পারেন। নাহলে create your gmail address এ ক্লিক করে নিজেও নাম বানাতে পারবেন। নাম সিলেক্ট করা হয়ে গেলে Next এ ক্লিক করুন।
জিমেইল-আইডি-কিভাবে-খুলবো
এই খানে দিতে হবে আপনাকে আপনার জিমেইলের পাসওয়ার্ড। password টি দুইবার দিয়ে Next বাটনে ক্লিক করতে হবে। এখন আপনাকে দিতে হবে নাম্বার মানে আপনি যেই নাম্বারে আপনার জিমেইল আইডি খুলতে চাচ্ছেন। নাম্বার দেওয়া হলে আপনার ফোনে একটি কোড আসবে সেই কোড দিলেই আপনার জিমেইল নাম এবং নাম্বার শো করবে।
জিমেইল-আইডি-কিভাবে-খুলবো
এখন আপনাকে ক্লিক করতে হবে next এ, তারপর,
জিমেইল-আইডি-কিভাবে-খুলবো
এখানে ক্লিক করার পর আপনার জিমেইল একাউন্ট খোলা শেষ হয়ে যাবে।

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছেন

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে এখন করনীয় কি ? জিমেইল পাসওয়ার্ড ভুলে যাওয়া আমাদের প্রতিনয়ত একটি কমন বিষয়। এই পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। এখন আপনি চাইলে এই পাসওয়ার্ড দুই ভাবে বের করতে পারবেন। তাহলে আসুন কিভাবে কিভাবে এই পাসওয়ার্ডটি বের করা যায় জেনে নিন।

প্রথমত আপনি যেভাবে পাসওয়ার্ডটি বের করতে পারবেন সেটি হল আমাদের এই আর্টিকেলের প্রথম টপিক। আপনি চাইলে সেভাবে পাসওয়ার্ড বের করতে পারেন। আর না হলে আপনি forgot মেরে পাসওয়ার্ড renew করতে পারবেন। মানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেবন।

এখন প্রশ্ন হল আপনি জিমেইলের পাসওয়ার্ড forgot মারবেন কি করে। তাহলে আসুন এই বিষয়টি এখন জেনে নেন। প্রথমে চলে আসুন গুগল অ্যাপসে তারপর যা করতে হবে,
জিমেইল-পাসওয়ার্ড-ভুলে-গেছেন
গুগলে এসে আপনাকে চিহ্নিতকৃত জায়াগায় ক্লিক করুন। এরপর যা করতে হবে, 
জিমেইল-পাসওয়ার্ড-ভুলে-গেছেন
এখন আপনাকে ক্লিক করতে হবে Manage Your Google Account এ। এখানে ক্লিক করার আপনার সামনে চলে আসবে গুগলের ড্যাশবোর্ড। এরপর যা যা করণীয় তা হল,
জিমেইল-পাসওয়ার্ড-ভুলে-গেছেন
ড্যাশবোর্ড আসার পর আপনাকে ক্লিক করতে হবে personal info তে। এখন একটু স্ক্রল করে নিচে এসে পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর,
জিমেইল-পাসওয়ার্ড-ভুলে-গেছেন
এখন আপনাকে ক্লিক করতে হবে forgot password এ। এর পরবর্তীতে যা করতে হবে,
জিমেইল-পাসওয়ার্ড-ভুলে-গেছেন
উপরে চিহ্নিত জায়গায় আপনার নতুন পাসওয়ার্ডটি বসান এবং নিচে আবার পুনরায় আপনার পাসওয়ার্ড বসান। এরপর আপনি change password এ ক্লিক করুন তাহলেই আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।

জিমেইল আইডি কিভাবে ডিলিট করব

জিমেইল আইডি কিভাবে ডিলিট করব সম্পর্কে এই আর্টিকেলটি। অনেক সময় আমাদের বিভিন্ন কারণে জিমেইল আইডি বা গুগল একাউন্ট ডিলিট করে দিতে হয়। এই জিমেইল বা google একাউন্ট অনেকে ডিলিট করতে পারে না। আপনি যদি ডিলিট করতে না পারেন তাহলে এই আর্টিকেল থেকে জেনে নিন।

জিমেইল আইডি ডিলিট করতে হলে আপনাকে প্রথমে আসতে হবে গুগল অ্যাপসে। এখান থেকে আপনাকে যেতে হবে Manage Your Google Account এ। পরবর্তীতে যা যা করতে হবে,
জিমেইল-আইডি-কিভাবে-ডিলিট-করব
এখন আপনাকে নিয়ে যাবে গুগল ড্যাশবোর্ড যাওয়ার পর আপনি privacy তে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করুন।
জিমেইল-আইডি-কিভাবে-ডিলিট-করব
নিচে আসার পর দেখবেন লেখা আছে ডিলিট ইউর google একাউন্ট। এখানে ক্লিক করতে হবে আপনাকে।
জিমেইল-আইডি-কিভাবে-ডিলিট-করব
এখানে continue তে ক্লিক করতে হবে। এরপর আপনার কাছে থেকে আপনার ডিভাইসের পাসওয়ার্ড চাইবে। 
জিমেইল-আইডি-কিভাবে-ডিলিট-করব

দুই জায়গায় চিহ্নিত কৃত বৃত্ত ভরাট করতে হবে। তারপর ডিলিট একাউন্টে ক্লিক করলে আপনার একাউন্ট ডিলিট হয়ে যাবে।

লেখকের শেষ উক্তি ঃ জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো

সম্মানিত পাঠকগণ আমরা এখানে আলোচনা করেছি যে জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো এবং জিমেইল আইডি কিভাবে খুলবো। এসব খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয়। আমাদের কম বেশি সকলের এই বিষয় দরকার হয়। আমরা এখানে যা আমরা বলেছি যেমন জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো এবং আর অন্যান্য আরো সকল বিষয় আপনাদের অনেক উপকারে আসবে আশা করা যায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রাজেডি আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url