2024 সালের দূর্গা পূজার সময়সূচী
2024 সালের দূর্গা পূজার সময়সূচী সম্পর্কে সম্পর্কে আপনি কি জানতে চান ? তাহলে
আমাদের এই আর্টিকেল থেকে জেনে নিন। দূর্গা পূজা হলো হিন্দু ধর্মের লোকদের জন্য
সবচেয়ে বড় একটি ধর্মীয় উৎসব এবং একটি এবাদত।
তাছাড়াও আপনি এই আর্টিকেলে জানতে পারবেন দূর্গা পূজার বিশেষ তিথি সম্পর্কে। আপনি
যদি একজন হিন্দু ধর্মের লোক হয়ে থাকেন তাহলে আসুন 2024 সালের দূর্গা পূজার
সময়সূচী সম্পর্কে জেনে নিন। যাতে করে এই দিন আপনার মিস না হয়ে যায় এবং অনেক
ভালোভাবে কাটে।
পোস্ট সূচিপত্র ঃ2024 সালের দূর্গা পূজার সময়সূচী
2024 সালের দূর্গা পূজার সময়সূচী
2024 সালের দূর্গা পূজার সময়সূচী সম্পর্কে আর্টিকেলটি লেখা হয়েছে। হিন্দু
ধর্মে বলা হয় ১২ মাসে ১৩ প্রাবন। আর এই ১২ মাসের মধ্যে সবচেয়ে বড়
উৎসবটি হলো দুর্গা পূজা। গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী দুর্গাপূজা দশ
দিনব্যাপী হয়ে থাকে কিন্তু বাঙালিরা তা মাত্র চার থেকে ছয় দিনে করে থাকে। এই
দশ দিনের মধ্যে নয় দিন ধরে পালিত হয় নবমী। তাহলে আসুন আপনি যদি
হিন্দুধর্মের হয়েও 2024 সালের দূর্গা পূজার সময়সূচী না জানেন তাহলে জেনে নিন।
ইংরেজি তারিখ | বাংলা তারিখ | বার | উৎসবের নাম |
---|---|---|---|
৮ই অক্টোবর ২০২৪ | ২২ শে আশ্বিন ২০২৪ | মঙ্গলবার | পঞ্চমী |
৯ই অক্টোবর ২০২৪ | ২৩ শে আশ্বিন ২০২৪ | বুধবার | ষষ্ঠী |
১০ শে অক্টোবর ২০২৪ | ২৪ শে আশ্বিন ২০২৪ | বৃহস্পতিবার | সপ্তমী |
১১ই অক্টোবর ২০২৪ | ২৫ শে আশ্বিন ২০২৪ | শুক্রবার | অষ্টমী |
১২ই অক্টোবর ২০২৪ | ২৬ শে আশ্বিন ২০২৪ | শনিবার | নবমী |
১৩ই অক্টোবর ২০২৪ | ২৭ শে আশ্বিন ২০২৪ | রবিবার | দশমী |
দূর্গা পূজার বিশেষ তিথি
দূর্গা পূজার বিশেষ তিথি সম্পর্কে এই আর্টিকেলটি। আপনি যদি একজন হিন্দু
হয়ে থাকেন আর আপনি যদি না জানেন দূর্গা পূজার তিথি সম্পর্কে। তাহলে আমাদের এই
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন এবং জেনে নিন দূর্গা পূজার বিশেষ তিথি
সম্পর্কে।
আরো পড়ুন ঃ আশ্বিন মাসের বিয়ের তারিখ 2024
প্রতিপদ তিথি ঃ প্রতিপদ তিথি হল নবমীর প্রথম দিন। এই দিনে দেবী
শৈলপুত্রীর পূজা করা হয়ে থাকে। দেবী শৈলপুত্রি হল দেবী দুর্গার একটি রূপ বা
অবতার। এই দিনে দেবীকে অনেক রকমের দেশি ঘি এর লাড্ডু চড়ানো হয়। আর এই দেবীর
হাতে থাকে একটি বিশাল আকারের ত্রিশূল।
দ্বিতীয়া তিথি ঃ দ্বিতীয়া তিথি হল নবমীর দ্বিতীয় দিন। এই দিনে
যদি পার্বতী ভগবান মহাদেবকে স্বামীর পেয়ে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। দেবীর
এই রূপ বা অবতার কে ব্রহ্মচারীনি সেই কারণে এই দিনে দেবী পার্বতীকে ফুল
এবং চিনি দিয়ে পূজা করতে হয়।
তৃতীয়া তিথি ঃতৃতীয়া তিথি হল দেবী দুর্গার তৃতীয় অবতার
চন্দ্রঘন্টার পূজার দিন। এই রুপ বা অবতার দেবী দুর্গার রাগান্বিত বা উগ্রতম
একটি রূপ। তাই এই দিনে দেবী দুর্গার রাগকে শান্ত করতে দেবী কে ক্ষীর পরিবেশন করা
হয়।
আরো পড়ুন ঃ আশ্বিন মাসের ক্যালেন্ডার ২০২৪
চতুর্থ তিথিঃ এই রূপের দেবী কুষ্মাণ্ডা নামে পরিচিত। এই রূপে দেবী সকল
গ্রহের ধারক ও বাহক। দেবীর এই রূপকে মালপোয়া পরিবেশন করা হয়।
পঞ্চমী তিথিঃ পঞ্চমী তিথিতে দেবীকে স্কন্দমাতা রূপে পূজা করা হয়।
স্কন্দমাতা, দেবী দুর্গার পঞ্চম অবতার। এই দিনে, বিশ্বাসীরা সুস্বাস্থ্যের জন্য
দেবীর কাছে প্রার্থনা করে। দেবীর উদ্দেশে খাদ্য হিসেবে কলা নিবেদন করা হয়।
ষষ্ঠী তিথিঃ এই তিথিতে কাত্যায়নী দেবীকে মধু নিবেদন করা হয়। এই রূপে
দেবী তার ভক্তদেরকে মধুর মতো মিষ্টি জীবন দিয়ে আশীর্বাদ করেন।
সপ্তমী তিথিঃ সপ্তমী তিথিতে দেবীকে কালরাত্রি রূপে পূজা করা হয়। এই
রূপে দেবী সকলকে অনিষ্ট থেকে রক্ষা করেন। এই রূপে ভক্তরা দেবীকে গুড় নিবেদন
করেন।
আরো পড়ুন ঃ ১৪৩১ সালের পঞ্জিকা বিবাহ তারিখ ও লগ্ন
অষ্টমী তিথিঃ এই তিথিতে দেবী মহাগৌরীর পূজা করা হয়। হিন্দু পুরাণ
অনুসারে, দেবীর এই রূপ সার্থকতা এবং ধৈর্যের প্রতীক। এই আকারে, দেবীকে নারকেল
এবং বিশেষ ট্রিট দেওয়া হয়।
নবমী তিথিঃ নবমী তিথিতে দেবী সিদ্ধিদাত্রী রূপে পূজিত হন। তিনি দেবী
দুর্গার নবম রূপ এবং জ্ঞানের প্রতীক। তিল বীজ দেবীকে উপহার হিসাবে দেওয়া হয়।
দশমী তিথিঃ এই তিথিতে দেবী দুর্গাকে বলি দেওয়া হয়। দেবীর ঘট ও
মূর্তিগুলো ফেলে রাখা হয়েছিল। এই দশমীর পর দুর্গাপূজা উৎসবেরও সমাপ্তি ঘোষণা
করা হয়।
লেখকের শেষ উক্তি ঃ 2024 সালের দূর্গা পূজার সময়সূচী
সম্মানিত পাঠকগণ আমরা এখানে আলোচনা করেছি যে 2024 সালের দূর্গা পূজার সময়সূচী
সম্পর্কে এবং আরো অন্যান্য সকল বিষয় নিয়ে। আপনারা যারা হিন্দু ধর্মের লোক
রয়েছেন তারা জানেন যে এই দুর্গাপূজা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং দামি
একটি ধর্মে উৎসব। এই দিনে দেবী দুর্গা বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে
যান। আপনি যদি হিন্দু হয়েও এইসব বিষয়ে না জানেন তাহলে আর্টিকেলটা আপনার জন্যই
ছিল। আমরা এখানে যেসব বেশি আলোচনা করেছি সেসব বিষয়ে পড়াশোনায় এবং গবেষণার
মাধ্যমে লেখা হয়েছে।
ট্রাজেডি আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url