কোন কোন ডালে এলার্জি রয়েছে এবং রাতে ডাল খেলে কি হয়

কোন কোন ডালে এলার্জি রয়েছে আপনি কি জানেন ? না জেনে থাকলে আমাদের এই আর্টিকেল থেকে জেনে নেন। আমাদের বাঙ্গালিদের কাছে ডাল একটি অতি পরিচিত এবং নিত্য দিনের খাবার। ভাতের সাথে ডাল না খেলে আমাদের খাওয়াই সম্পন্ন হয় না।
কোন-কোন-ডালে-এলার্জি-রয়েছে
তাহলে আপনি যদি না জেনে থাকেন যে কোন কোন ডালে এলার্জি রয়েছে তাহলে আমাদের এই আর্টিকেল থেকে জেনে নেওয়ার চেষ্টা করুন। তাছাড়াও আপনি এখানে আরো জানতে চলেছেন যে প্রতিদিন মসুর ডাল খেলে কি হয় সম্পর্কে।

পোস্ট সূচিপত্র ঃ কোন কোন ডালে এলার্জি রয়েছে

কোন কোন ডালে এলার্জি রয়েছে 

কোন কোন ডালে এলার্জি রয়েছে এই বিষয় সম্পর্কে এই আর্টিকেলটি। ডাল একটি নিত্য প্রয়োজনীয় খাবার আমাদের বাঙ্গালিদের জন্য। ডাল একটি প্রোটিন জাতীয় খাদ্য। ডালের দাম অত্যন্ত নিম্ন মানের হওয়ায় ডালকে গরীবের আমিষ বলা হয়ে থাকে। যারা নিরামিষভোজী হয়ে থাকেন তাদের কাছে ডাল অত্যন্ত পরিচিত এবং প্রয়োজনীয় একটি খাবার। এখন আপনিও যদি ডাল পছন্দ করে থাকেন কিন্তু আপনি জানেন না যে কোন ডালে এলার্জি রয়েছে তাহলে জেনে নিন। 

মসুর ডাল ঃ মসুর ডাল একটি জনপ্রিয় এবং অতি পরিচিত একটি ডাল। মসুর আকারে ছোট এবং লাল রঙের হয়ে থাকে। মসুরের ডাল অনেক সুস্বাদু হয়ে থাকে। তবে মসুরের ডালে এলার্জির প্রভাব রয়েছে যদিও তার পরিমান কম। তবুও আপনাদের যাদের এলার্জি রয়েছে তারা একটু কম খাবেন এই ডাল।

খেসারির ডাল ঃ খেয়াসারির ডাল একটি অতি পরিচিত একটি ডাল আমাদের দেশে। এই ডালটি হলুদ বর্ণের হয়ে থাকে এবং এই ডাল খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। তবে এই ডালেও এলার্জির প্রভাব দেখা যায়। আপনাদের যদি এই ডালে এলার্জি থাকে তাহলে একটু সচেতন হয়ে খাবেন।
মুগ ডাল ঃ মুগ ডাল বেশি ব্যবহৃত হয়ে থাকে পিয়াজি বা বিভিন্ন রকম স্ট্রিট ফুড তৈরিতে। মুগ ডাল ঘরের রান্নায় বেশি ব্যবহৃত হয় না। তবে এই মুগ ডালেও কিন্তু এলার্জির প্রভাব রয়েছে। তাই আপনার যদি কোনো প্রকার এলার্জি থাকে তাহলে আপনি এই ডাল থেকে একটু সচেতন থাকবেন। 

ছোলা ঃ ছোলা বা বুট হলো একজাতীয় ডাল। ছোলা আমাদের দেশে ব্যাপক জনপ্রিয় একটি খাবার। এই ছোলা খিচুড়ির সাথে বা মুড়ির সাথে খাওয়া হয়ে থাকে। তবে এই ছোলা ডালেও এলার্জির প্রভাব লক্ষ্য করা যায়। আপনার যদি এলার্জি থাকে তাহলে এই ডাল না খাওয়ায় উত্তম। 

উড্ডা ডাল ঃ উড্ডা ডাল একটি জনপ্রিয় খাবার ভারতের লোকদের কাছে। তবে আমাদের দেশেও এই ডাল প্রচুর ব্যবহার হয়ে থাকে। উড্ডা ডাল দুই রকমের হয়ে থাকে যেমন কালো ডাল এবং সাদা ডাল। তবে এই ডালেও প্রচুর পরিমানে এলার্জির প্রভাব লক্ষণ করা যায়।

তূর ডাল ঃ তূর ডাল অনেক সুস্বাদ স্বাদের একটি ডাল। এই ডাল দেখতে ছোট আকারের হয়ে থাকে। তাছাড়া এই ডালের রঙ হয়ে থাকে হলুদ এবং বাহিরের অংশ বেগুনি হয়ে থাকে। তবে এই ডালের মধ্যেও কিন্তু এলার্জির প্রভাব রয়েছে।

প্রতিদিন মসুর ডাল খেলে কি হয়

প্রতিদিন মসুর ডাল খেলে কি হয় এই বিষয়ে সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত লেখা হয়েছে। ডাল বাঙ্গালীদের সবচেয়ে পছন্দের খাবারের মধ্যে একটি। বাঙ্গালীদের ডাল ভাত না খেলে একটি দিনও যায় না। বলা যায় বাঙালি যদি ডাল ভাত না খায় তাহলে বিষয়টা কেমন জমে না। সকালের খাবার হোক, লাঞ্চ হোক অথবা ডিনার হোক না কেন আমরা তিন বেলায় ডাল খেয়ে থাকি। তবে আমরা বেশিরভাগ ডাল খেয়ে থাকি মসুরের ডাল। তাহলে আসুন মসুরের ডাল খেলে কি হয় জানুন।

মসুরের ডাল ভিটামিন সমৃদ্ধ একটি ডাল। তাছাড়া এই মসুর ডালে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার, ফোলেট, অ্যান্টি এজিং, অ্যান্টিঅক্সিডেন, উপকারী খনিজ পদার্থ, সেলেনিয়াম, কার্বোহাইড্রেট এবং আয়রন জাতীয় পুষ্টি ওর উপাদান সমূহ। তাই আপনি এই ডাল নিঃসন্দেহে তিন বেলায় পরিমাণমতো খেতে পারেন। এখন জানুন এই উপাদান গুলো কি কি উপকার করে থাকে আমাদের শরীরের।
খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে ঃ বর্তমানে আমাদের সবচেয়ে বড় যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হল খারাপ কোলেস্টেরল। কোলেস্টেরল হলো পেটের এক জাতীয় চর্বি। অনেক চেষ্টা করার পরেও অথবা অনেক ঔষধ খাওয়ার পরেও পেটের খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসে না। আপনার যদি এই সমস্যা দেখা দেয় তাহলে আপনি নিয়মিত সঠিক নিয়ম মত মসুরের ডাল খেয়ে দেখতে পারেন। কেননা মসুর ডালে রয়েছে ফাইবার যা কোলেস্টেরলের চরম শত্রু।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ঃ আমাদের শরীরের বিভিন্ন কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়ে থাকে। যার ফলে আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ বালাই আক্রমণ করে থাকে। অনেক চিকিৎসার ফলেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না। তবে আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে মুসুর ডাল খেয়ে দেখতে পারেন। কেননা মসুর ডালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এ সকল উপাদান আমাদের দেহের অ্যান্টিবডিকে সচল রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

চোখের দৃষ্টিতে ঃ মসুর ডালে বিভিন্ন রকমের উপকারী খনিজ পদার্থ রয়েছে আর যার ফলে মসুরের ডাল নিয়মিত খাওয়ার ফলে চোখের দৃষ্টিশক্তি সচল রাখে। তাছাড়াও আপনি যদি নিয়মিত সঠিম মাত্রায় এই মসুরের ডাল খান তাহলে আপনার চোখের দৃষ্টি বৃদ্ধি পাবে। তা আপনার যদি অল্প অল্প বয়সে চোখের দৃষ্টি কমে গিয়ে থাকে তাহলে এই মসুরের ডাল খেয়ে দেখতে পারেন।
বয়সের ছাপ কমাতে ঃ আমাদের অধিকাংশ মহিলা বা পুরুষদের তিরিশের ঘরে পৌছাতে না পোছাতেই বয়সের ছাপ চোখে মুখে দেখা যায়। আপনার যদি এই সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমিআপনি আপনার খাবার খাবার মেনুর সাথে এই মসুর ডাল যোগ করতে পারেন। কেননা এই ডালে রয়েছে অ্যান্টি এজিং উপাদান যা মানুষের বার্ধক্য রোধে সহায়তা করে থাকে। 

হাড়জোড় সচল রাখতে ঃ আমাদের এমন অনেকে আছে যাদের হাড়জোড় দুর্বল হয়ে যায় বিভিন্ন কারণে। তারা এই মসুর ডাল খেতে পারেন কেননা এই ডালে রয়েছে পটাশিয়াম এবং ক্যালসিয়াম। যার ফলে আমাদের হাড়জোড় কে সচল এবং মজবুত রাখে। তাছাড়াও মসুরের ডাল দাঁতের জন্যও অনেক বেশি কাজ করে থাকে।

তবে প্রতিদিন ডাল খেলে যে আপনার শুধু এসব উপকারি হবে আর কোন ক্ষতি হবে না তার কোনো মানে মানে নেই। প্রতিদিন অতিরিক্ত ডাল খাওয়ার পর অনেক সমস্যা হতে পারে যেমন, 
  • প্রতিদিন নিয়মিত অতিরিক্ত ডাল খাওয়ার ফলে পেটের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। তাই আপনার যদি অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে প্রতিনিয়ত ডাল না খাওয়াই উত্তম।
  • প্রতিদিন অতিরিক্ত ডাল খাওয়ার ফলে হজমের সমস্যা ও দেখা দিতে পারে। এটি অতিরিক্ত খেলে হজম শক্তিকে হ্রাস করে দেয়।
  • ডাল একটি এলার্জি জাতীয় খাদ্য তাই আপনার যদি অতিরিক্ত এলার্জির সমস্যা থাকে তাহলে ডাল প্রতিনিয়ত খাওয়া বন্ধ করতে হবে।
  • অতিরিক্ত প্রতিদিন ডাল খাওয়ার ফলে কিডনির সমস্যাও দেখা দিতে পারে।
  • অতিরিক্ত ডাল খাওয়ার ফলে মুত্রে ইউরিন বেড়ে গিয়ে ইনফেকশন দেখা দিতে পারে।
  • তাছাড়াও অতিরিক্ত প্রতিদিন ডাল খাওয়ার ফলে ওজন বেড়ে যেতে পারে।
এই হল কিছু উপকারিতা এবং অপকারিতা প্রতিদিন ডাল খাওয়ার। আমরা বাঙালি আমরা ডাল ছাড়া একটি বেলাও থাকতে পারে না তবে সেই ডালটি যেন আমরা খুব ভালোভাবে রান্না করি এবং পরিমিতভাবে খাওয়ার চেষ্টা করি।

রাতে ডাল খেলে কি হয়

রাতে ডাল খেলে কি হয় আপনি জানেন কি ? যদি জেনে না থাকেন তাহলে কোন সমস্যা নেই কেননা আমরা এই আর্টিকেলে রাতে ডাল খাওয়ার বিষয় নিয়ে আলোচনা করব। ডাল অতি পরিচিত এবং জনপ্রিয় একটি খাবার আমাদের বাঙ্গালীদের কাছে। কেননা আমরা কমবেশি প্রত্যেক বেলাতেই এই ডাল খেয়ে থাকি। বাঙ্গালীদের ঐতিহ্য হচ্ছে ডাল ভাত খাওয়া। আপনারা যদি ডাল ভাত খাওয়া পছন্দ হয়ে থাকে তাহলে জেনে নিন রাতে খেলে কি হয়।

রাতে ভারী খাবার খাওয়া ঠিক নয় এতে শরীরের ওজন বৃদ্ধি করে দেয় এবং সেই সাথে শরীরকে ভেতর থেকে দুর্বল করে দেয়। তাই আমাদের উচিত ডাল ভাত অথবা ডাল রাতে খাওয়া কেননা ডাল ভাত অনেক হালকা খাবার হয়ে থাকে। রাতে ডাল অথবা ডাল ভাত খেলে যা যা হয়,
  • রাতে ডাল খাওয়ার ফলে হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়া ও ডাল খেলে হজম শক্তি বৃদ্ধি পায়।
  • রাতে ডাল এবং ভাত খেলে হাড় জোড়কে সচল রাখে। তাছাড়াও মাংসপেশির শক্তিকে বাড়িয়ে দেয় রাতে ডাল খাওয়ার ফলে।
  • রাতে ডাল খাওয়ার ফলে আমাদের ওজন কে কমিয়ে দেয়। কেননা ডালে রয়েছে ফাইবার যা চর্বি কে দূর করে দেয়। 
  • হালকা খাবার হার্টের জন্য অধিক উপকারী। ডাল ভাত যেহেতু হালকা খাবার তাই রাতে ডাল খাওয়ার ফলে হার্টের সমস্যা ও দূর হয়ে যায়।
এই সকল কিছু বিষয় হলো যা রাতে ডাল খেলে হয়ে থাকে। তবে রাতে অতিরিক্ত ডাল খেলে আবার হজমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন ডালে যেরকম উপকারিতা রয়েছে সেরকম ডাল অতিরিক্ত খাওয়ার ফলে ক্ষতিও হতে পারে।

ডাল খেলে কি ওজন বাড়ে 

ডাল খেলে কি ওজন বাড়ে ওজন এই প্রশ্ন লোক সমাজে অনেক দেখা যায়। লোক সমাজে অনেকেই বলা বলি করে থাকে যে ডাল খেলে নাকি ওজন বৃদ্ধি করে। তবে এর কোন সত্যতা পাওয়া যায় নাই। ডাল খেলে যে ওজন বাড়ে এর কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং প্রমাণ পাওয়া যায় নাই। তবে ডাল খেলে আমাদের দেহের ওজন কমে যায় এটি সত্য কথা। তাহলে আসুন জেনে নেই ডাল খেলে শরীরের ওজন কিভাবে কমে। 
ডাল খেলে আমাদের দেহে ওজন কমিয়ে দেয় এটা তো আমরা জানি। কিন্তু সেটি কিভাবে করে জেনে নিন। মূলত ডালে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার এবং উপকারী প্রোটিন। আমরা আগেও বলেছি ফাইবার হচ্ছে চর্বির চরম শত্রু। আমাদের দেহের ওজন বাড়ায় চর্বি। তাই সঠিক নিয়ম মত ডাল খাওয়ার ফলে আমাদের দেহের চর্বি কাটতে সাহায্য করে প্রোটিন এবং ফাইবার। সেই সাথে খারাপ কে ধ্বংস করে দেয় এই ফাইবার। যার ফলে আমাদের দেহের ওজন কমতে থাকে।

বুটের ডাল খেলে কি ওজন বাড়ে

বুটের ডাল খেলে কি ওজন বাড়ে এই বিষয় নিয়েও অনেক কথাবার্তা শোনা যায় লোক সমাজে। এখন জানার বিষয় আসলেই কি বুটের ডাল খেলে ওজন বাড়ে। বৈজ্ঞানিক কোন ব্যাখ্যায় বা মেডিকেল সাইন্সেও এর কোন প্রমাণ নেই যে বুটের ডাল খেলে একটি মানুষের ওজন বাড়তে পারে। বরং বুটের ডালে রয়েছে ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্ল্যাট। এসব পুষ্টিকর মধ্যে ফাইবার এবং প্রোটিন রয়েছে যা ওজন কমাতে সহায়তা করে।

এখন মূল কথা হচ্ছে বুটের ডাল খেলে কিভাবে ওজন কমায়। এটার ব্যাখ্যা ও উপরের টপিকের সাথে সম্পৃক্ত। কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফাইবার অত্যন্ত কার্যকারী ওজন কমাতে। কেননা এসব উপাদান পেটের চর্বির সাথে বিক্রিয়া করে পেটের চর্বি কে কমিয়ে দিতে সহায়তা করে। তাছাড়াও যেসব খারাপ কোলেস্ট্রল হার্টের রোগ সৃষ্টি করে এবং ওজন বাড়াতে সাহায্য করে সেসব খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দেয় এই বুটের ডাল। 

আমাদের শেষ কথা : কোন কোন ডালে এলার্জি রয়েছে

সম্মানিত পাঠকগণ আমরা এই পোস্টে আলোচনা করেছি যে কোন কোন ডালে এলার্জি রয়েছে এবং প্রতিদিন মসুর ডাল খেলে কি হয়। তাছাড়াও আরো অন্যান্য সকল বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। ডাল একটি হালকা খাবার যা খাবার ফলে আমাদের দেহের অনেক উপকার করে থাকে কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে ডালে এলার্জির প্রভাব রয়েছে। ডালের উপকারিতা জন্য আমরা অনেক সময় প্রচুর পরিমাণে থাকি।

যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। বিশেষত যাদের শরীরে এলার্জির পরিমাণ বেশি রয়েছে তাদের জন্য ডাল একটু অস্বস্তির বিষয়। ডালে অনেকটাই এলার্জি প্রভাব লক্ষ্য করা যায়। এই কারণে এসব করা বলে ডাল হচ্ছে ক্ষতিকর উপাদান সমৃদ্ধ উপকারী খাবার। কেননা ডালে যেরকম উপকারিতা রয়েছে সেরকম এর ক্ষতিকর দিকটাও রয়েছে। তবে সবার ডালে রাজি থাকে না। আপনি প্রথমে একটু খেয়ে দেখবেন যদি আপনার অ্যালার্জি হয় তাহলে ডাল থেকে দূরে থাকার চেষ্টা করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রাজেডি আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url