বাংলাদেশে এখন কোন ঋতু চলছে ২০২৪

বাংলাদেশে এখন কোন ঋতু চলছে ২০২৪ আপনি কি এখনো জানেন না। তাহলে আমাদের এই পোস্ট থেকে জেনে নিন। কেননা আমরা বাঙালি আর আমরা বাঙালি হিসেবে আমাদের কয়েকটি ঋতু রয়েছে যা আমাদের উপভোগ করতে হয়।
বাংলাদেশে-এখন-কোন-ঋতু-চলছে-২০২৪
তাছাড়াও এখানে আরো আপনি জানবেন বাংলাদেশের ঋতু কয়টি ও কি কি সম্পর্কে। আমরা বাঙালি আমাদের বাংলা মাস এবং বাংলা ঋতুর মাধ্যমে অনেক উৎসব পালন করতে হয়। আর আপনি যদি বাংলাদেশের ঋতু সম্পর্কে না জানেন তাহলে এই পোস্ট থেকে জেনে নিন।

পোস্ট সূচিপত্র ঃবাংলাদেশে এখন কোন ঋতু চলছে ২০২৪

বাংলাদেশে এখন কোন ঋতু চলছে ২০২৪

বাংলাদেশে এখন কোন ঋতু চলছে ২০২৪ আপনি যদি না জেনে থাকেন তাহলে এই পোস্ট থেকে জেনে নিন। যেহেতু বাংলাদেশ একটি ঋতু প্রদান দেশ এবং এখানে ছয়টি ঋতু রয়েছে। তাছাড়া বাংলাদেশ বাংলা মাস রয়েছে ১২ টি আর একটি ঋতু হয় বাংলা মাসের দুটি করে মাস নিয়ে। এখন আপনি যদি না জানেন বর্তমান সময়ে কোন ঋতু চলছে তাহলে আসুন জেনে নিন।

বর্তমানে বাংলাদেশে পৌষ মাস চলছে। আমরা নিচে আলোচনা করেছি যে কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয়। আমরা নিচে বলেছি যে পৌষ  এবং মাঘ মাস নিয়ে হয় শীতকাল। তাই যেহেতু এখন পৌষ মাস তাই বাংলাদেশের এখন শীতকাল ঋতু চলছে। আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন।

বাংলাদেশের ঋতু কয়টি ও কি কি

বাংলাদেশের ঋতু কয়টি ও কি কি আপনি যদি জানতে চান তাহলে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়। আমরা বাঙালি তাই আমাদের বাংলাদেশ কয়েকটি ঋতু রয়েছে যার মাধ্যমে আমাদের অনেক আচার অনুষ্ঠান পালন করতে হয়। আমাদের এই বাংলাদেশ অপরুপ সৌন্দর্যের একটি দেশ যাকে ঘেরাও করে রেখেছে বছরের ছয়টি ঋতু। আপনি যদি একজন বাঙালি হয়েও ঋতু সম্পর্কে না জানে তাহলে আমাদের এই পোস্ট থেকে জেনে নিন।

আমাদের বাংলাদেশ মোট ছয়টি ঋতু রয়েছে যা একেকটি দুটি মাস নিয়ে গঠিত হয়। এখন আপনি যদি সেই সকল ঋতুর নাম না জানে তাহলে এখন জানুন,
  • গ্রীষ্মকাল
  • বর্ষাকাল
  • শরৎকাল
  • হেমন্তকাল
  • শীতকাল
  • বসন্তকাল

বাংলা ঋতু ও মাসের নাম

ঋতুর নাম মাসের নাম
গ্রীষ্মকাল বৈশাখ ও জৈষ্ঠ
বর্ষাকাল আষাড় ও শ্রাবণ
শরৎকাল ভাদ্র ও আশ্বিন
হেমন্তকাল কার্তিক ও অগ্রাহায়ণ
শীতকাল পৌষ ও মাঘ
বসন্তকাল ফাল্গুন ও চৈত্র

ইংরেজীতে ছয় ঋতুর নাম

বাংলা নাম ইংরেজি নাম উচ্চারন
গ্রীষ্মকাল Summer সামার
বর্ষাকাল Rainy Season রেইনি সিজন
শরৎকাল Autumn অটাম
হেমন্তকাল Late Autumn লেইট অটাম
শীতকাল Winter উইনটার
বসন্তকাল Spring স্প্রীং

আরবিতে ছয় ঋতুর নাম

বাংলা নাম আরবি নাম
গ্রীষ্মকাল সইফুন
বর্ষাকাল মুত্বীরুন
শরৎকাল খারিফুন
হেমন্তকাল ফাসলুন
শীতকাল শিতাউন
বসন্তকাল রবিউ

লেখকের শেষ কথা ঃ বাংলাদেশে এখন কোন ঋতু চলছে ২০২৪

সম্মানিত পাঠকগণ আমরা এখানে আলোচনা করেছি বাংলাদেশে এখন কোন ঋতু চলছে ২০২৪ এবং বাংলাদেশের ঋতু কয়টি ও কি কি তাছাড়াও আরো অন্যান্য সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা বাঙালি এবং আমরা বাংলাদেশে বাস করি। বাংলাদেশে ছয়টি ঋতু রয়েছে যা বাংলা মাসের প্রত্যেক দুইটি মাস নিয়ে একটি করে ঋতু গঠিত হয়। বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের একটি দেশ এখানে এই ছয়টি ঋতু আরো বেশি সৌন্দর্যমন্ডিত করেছে।

সম্মানিত পাঠকগণ আমরা এখানে যা যা আলোচনা করলাম যেমন বাংলাদেশে এখন কোন ঋতু চলছে ২০২৪ এবং অন্যান্য আরো সকল কিছু বিষয় এইসব বিষয়গুলি আলোচনা করা হয়েছে সম্পূর্ণভাবে গবেষণা এবং পড়াশোনার মাধ্যমে। আমরা আশা করছি যে আপনারা এই সকল বিষয় থেকে উপকৃত হবে্ন এবং লাভবান হবেন। দিনশেষে আপনাদের উপকৃত হওয়াটাই আমাদের প্রাপ্তি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রাজেডি আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url