সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত- সম্পূর্ণ জেনে নিন
সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত আপনি যদি এটি না জেনে থাকেন তাহলে এই পোস্টটি
আপনার জন্যই লেখা হয়েছে। কারণ সাজেকের অপরূপ সৌন্দর্য হওয়ার কারণে আমরা এখানে
ভ্রমণ করতে চাই কিন্তু এটি কোথায় আমরা তা জানি না।
সেই কারণে চাইলেও আমরা যেতে সাহস করতে পারি না। তাই আসুন এই পোস্ট থেকে জেনে
নিন যে সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত। তাছাড়াও আপনি পোস্ট থেকে আরো জানতে
পারবেন সাজেক ভ্যালি যাওয়ার সময় যেসব চোখে পড়বে।
পোস্ট সূচি পত্রঃ আপনি যা যা জানতে চাচ্ছেন
- সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত
- সাজেক ভ্যালি যাওয়ার সময় যেসব চোখে পড়বে
- সাজেক ভ্যালির দর্শনীয় স্থান
- সাজেক ভ্যালি ভ্রমণের জন্য কিছু টিপস
- সাজেক ভ্যালি কিভাবে যাব
- সাজেক ভ্যালি ভ্রমণ খরচ ২০২৪
- আমাদের শেষ কথা
সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত
সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত আপনি যদি একজন বাংলাদেশি হয়েও তাহলে এই পোস্ট
থেকে জেনে নিন। কেননা আপনি যদি না জানেন যে সাজেক ভ্যালি কোথায় অবস্থিত তাহলে
আপনি সেখানে ভ্রমন করতে পারবেন। তাই আমরা আপনাদের এখানে জানাতে চলেছি
যে সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত।
সাজেক একটি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশের জায়গা। এখানে বছরে প্রত্যেকটি
সময় মানুষের আনাগোনা অনেক বেশি থাকে। কারণ শুধুমাত্র এর সৌন্দর্য্তা। সাজেক
ভ্যালি বা সাজগো উপত্যকা সম্পর্কে সম্পর্কে বলতে গেলে মনে হয় একটি পোস্টে শেষ
করা সম্ভব হবে না। কেননা সৃষ্টিকর্তা এই সাজেককে এতই মনোরম সৌন্দর্যে সাজিয়ে
রেখেছে। তাই এর উপর আমাদের আগ্রহ অনেক বেশি থাকে।
আরো পড়ুনঃ এলার্জি জাতীয় খাবার কি কি
সাজেক কোন জেলায় অবস্থিত এটি বলতে গেলে আরো কিছু কথা বলতে হয়। যেমন এটি কোন
বিভাগে এবং কিভাবে যেতে হয়। কিভাবে যেতে হয় এই বিষয়টি নিয়ে আমরা নিচে আলোচনা
করব। মূলত সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা একটি ইউনিয়নের নাম। এ ইউনিয়নে মূলত
আমাদের গবেষণা অনুযায়ী মাত্র দুটি গ্রাম রয়েছে। মূলত সেই গ্রাম গুলোর নাম
রুইলুই এবং কংলাক।
সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা অবস্থিত চট্টগ্রাম বিভাগে। যেটা একটি অসম্ভব
সুন্দর একটি বিভাগ। এই বিভাগের আরো একটি সুন্দরতম যারা রয়েছে যার অধীনে এই সাজেক
উপত্যকা রয়েছে। সেই জেলার নাম হল রাঙ্গামাটি। এটি একমাত্র জেলা যেখানে কোন
রিক্সা চলাচল হয় না। আবার এই জেলার সাথে আমাদের দুটি প্রতিবেশী রাষ্ট্রের সীমানা
রয়েছে।
মূলত সাজেক ইউনিয়ন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। এই সাজেক
উপত্যকায় দুইটি গ্রাম রয়েছে সেই গ্রামগুলো নিয়েই গঠিত সাজেক উপত্যকা বা সাজেক
ভ্যালি। তাহলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে সাজেকের আসল অবস্থান কোথায়। আপনারা
চাইলেই সেখানে এখন নিঃসন্দেহে ভ্রমণ করতে পারবেন আশা করা যায়।
তাহলে আমরা এখন আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিলাম তা হল
সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত। তবে এখন সময় এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ
প্রশ্নের উত্তর দিতে যেটি হল যে সাজেক ভ্যালি যাওয়ার সময় যেসব চোখে পড়বে।
সাজেক ভ্যালি যাওয়ার সময় যেসব চোখে পড়বে
সাজেক ভ্যালি যাওয়ার সময় যেসব চোখে পড়বে আপনারা যদি জেনে না থাকেন তাহলে এই
পোস্টটি আপনার জন্য লেখা হয়েছে। কারণ শুধুমাত্র যে সাজেক ভ্যালি সুন্দর তা
কিন্তু নয়। এখানে যাওয়ার সময় আপনার চোখে যা পড়বে আপনি তা দেখেও মুগ্ধ হতে
বাধ্য। কারণ এখানে যাওয়ার পর এতোটুকু সৌন্দর্যে এটা প্রকাশ করার কোন ভাষাই
নেই।
তাহলে আমরা এখন এই পোস্টের মাধ্যমে জানার চেষ্টা করব সাজেক ভ্যালি যাওয়ার সময়
যেসব চোখে পড়বে সেসব আসলে কেমন হয় দেখতে। সাজেক যে কতটা সুন্দর আমরা এর পরের
পর্যায়ে বিস্তারিত জানার চেষ্টা করব। তবে আপনাদের এখন বলে থাকি যে পথ দিয়ে আমরা
যাব সেই পথ কিন্তু কম সুন্দর নয় সাজেকের থেকে। আমাদের যেতে হয় খাগড়াছড়ি
দিয়ে।
খাগড়াছড়িও একটি অত্যন্ত সুন্দর পাহাড়ি জেলা। যেখানেও দেখার মতো অনেক সুন্দর
সুন্দর পর্যটন কেন্দ্র রয়েছে। এখানেও মানুষ বছরের প্রায় সময় ভিড় করে থাকে।
সাজেক যাওয়ার সময় মানুষ খাগড়াছড়ির সৌন্দর্য দেখে আরও বেশি মুক্ত হয়। এই
জেলার পাহাড়ি রাস্তা তার সাথে আঁকাবাঁকা রাস্তা কতটা সৌন্দর্য করে তুলেছে জেলাকে
তা আপনি ভেবে শেষ করতে পারবেন না।
খাগড়াছড়ি থেকে বিভিন্ন মাধ্যমে সাজেক যেতে হয়। আপনি যেভাবে যান না কেন এর
পাহাড়ি রাস্তায় অনেক মজা পাবেন আপনি। এ রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরে উঠে যেতে
হয় যখন উপরে যেতে হয় তখন মনে হয় যে আপনি মেঘের রাজ্যে চলে যাচ্ছেন। যদিও
সাজেককে বলা হয় পৃথিবীর মেঘের রাজ্য। আমরা আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে
সাজেক ভ্যালি যাওয়ার সময় যেসব চোখে পড়বে সেগুলো কি।
সাজেক ভ্যালির দর্শনীয় স্থান
এখন আপনাদের সাথে আলোচনা করার সময় এসেছে সাজেক ভ্যালির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং
প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করার। যে প্রশ্ন আমাদের কম-বেশি সকলের হয়ে থাকে।
তাহলে আসুন সেই প্রশ্নটা কি ? সেই প্রশ্নটি আসলে হলো সাজেক ভ্যালির দর্শনীয়
স্থান কি। তাহলে আসুন মনোযোগ সহকারে এই বিষয় সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা লাভ
করুন।
এমনিতেই এই গোটা সাজেক ভ্যালি আপনাকে মুগ্ধ করবে এর সৌন্দর্যের মায়ায়। তবে
এখানে আরো অনেক স্পেসিফিক জায়গা রয়েছে যে জায়গাগুলো আপনাকে আরো বেশি তাদের
সৌন্দর্যের মায়ায় আপনাকে মুগ্ধ করে থাকবে। সেই জায়গাগুলো হল কংলাক
পাড়া, রুইলুই পাড়া, রক গার্ডেন, হ্যালিপ্যাড এবং লুসাই পাড়া।
সাজেক ইউনিয়নঃ সাজেক ইউনিয়ন যার নাম আমরা জেনে থাকি সাজেক উপত্যকা
বা সাজেক ভ্যালি। এখানে দেখার মত বা উপভোগ করার মত অনেক জিনিস রয়েছে। এই সাজেককে
আমরা অনেকে পৃথিবীর মেঘের রাজ্য বলে জেনে থাকি। কারণ এই ইউনিয়ন উপত্যকা
বাংলাদেশের সবচেয়ে উঁচু এবং বড় ইউনিয়ন। এখানে গেলে হাত দিয়ে মেঘ ছোঁয়া যায়।
আরো পড়ুনঃ ২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে
এখানে দেখার মত কি নেই এখানে রয়েছে ঝরনা। এখানকার ঝর্ণাগুলো অসাধারণ দেখতে। এই
ঝর্ণাগুলো তে গোসল করতে আপনারও মন চাইবে। তবে এখানে শুধু ঝর্ণা নয় এখানে অনেক
পাহাড় আছে যেখানে গেলে আপনি মেঘ কে স্পর্শ করতে পারবেন নিজের হাত দিয়ে।
এসব কারণেই এখানে বছরের প্রত্যেক সময় ভিড় হয়ে থাকে।
কংলাক পাড়াঃ কংলাক পাড়া সাজেক ইউনিয়নের সবচেয়ে উঁচু গ্রাম এবং
সবচেয়ে উঁচু স্থান। এখানে গেলে আপনি সাজেকের আসল আনন্দটা উপভোগ করতে পারবেন।
কারণ এখান থেকে সাজেকের সকল কিছু দেখা যায়। এখানে গেলে আপনাকে প্রায় ৪০ থেকে ৫০
মিনিটের মতো ট্রেকিং করে যেতে হবে। এখানে গেলে আপনি দেখতে পারবেন অনেক রংধনুর
খেলা।
রুইলুই পাড়াঃ রইলুই পাড়াও অসম্ভব সুন্দর একটি পাড়া। এই পাড়াতেও দেখার
মত অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আপনি চাইলে এখান থেকেও মেঘ কে নিজের হাতে
ছুঁয়ে দেখতে পারেন। তবে এই গ্রামের নিচে একটি সুন্দর ঝর্ণা রয়েছে যার নাম কমলক
ঝর্না যা আপনাদের অনেক বেশি মুগ্ধ করে থাকবে। তবে এখানে যেতে হলে প্রায় ৩০ মিনিট
ট্রেকিং করে যেতে হবে।
লুসাই গ্রামঃ লুসাই গ্রাম সাজেক ভ্যালির একটি অত্যন্ত সুন্দর
দর্শনীয় স্থান। এই গ্রামে আগে লুসাই জাতি বসবাস করত। এখনও সেখানে তাদের বাড়ি,
ব্যবহারযোগ্য জিনিসপত্র এবং পোশাক রয়েছে। সেখানে ঢুকতে চাইলে ৩০ টাকা দিয়ে একটি
টিকিট কাটতে হয়। সেই সাথে এ গ্রামে লুসাইদের পোশাক পড়ে ঢুকতে চাইলে আরো ১০০
টাকা দিতে হয়। এই গ্রামে দাঁড়িয়ে থেকে লুসাই পাহাড়ের সৌন্দর্য উপলব্ধি করা
যায়।
এখানে দেখার মত আরও রয়েছে হেলিপ্যাড এবং রক গার্ডেন। তাছাড়া এখানে আরো দুটো
জিনিস দেখতে খুবই মনোমুগ্ধ করা লাগে। যেগুলো হল সূর্য উদয় এবং সূর্যাস্ত।
সাজেকের পাহাড় থেকে সূর্যাস্ত দেখতে অনেক মনোরম লাগে। তবে এখানে সবচেয়ে বেশি
সুন্দর যদি লাগে সেটি হল এখানে দাঁড়িয়ে থেকে সূর্যোদয় দেখা। অনেক দূর দূরান্ত
থেকে মানুষ এখানে এই মনোরম দৃশ্য দেখতে আসে।
আমরা এখানে সাজেক ভ্যালির দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা
করেছি। আমরা আশা করছি আপনারা এই সাজেকের দর্শনীয় স্থান সম্পর্কে ভালোভাবে জানতে
পেরেছেন। আমরা এটা আশা করছি যে আপনাদের পরবর্তী গন্তব্যস্থল এই সাজেক ভ্যালি
হবে।
সাজেক ভ্যালি ভ্রমণের জন্য কিছু টিপস
সাজেক ভ্রমণ করার আগে এর সম্পর্কে কিছু জানা উচিত আপনার। কারণ আমি জানি এর
সৌন্দর্যতা দেখার জন্য আপনিও অনেক আগ্রহে আছেন। তাই আপনাদের সাথে এখন
আলোচনা করতে চলেছি যে সাজেক ভ্যালি ভ্রমণের জন্য কিছু টিপস। এটি আপনাদের সাথে
শেয়ার করা হবে আমার এবং অন্যদের অভিজ্ঞতা থেকে।
এই সাজেক ভ্যালি্তে আপনার ভ্রমণ করার জন্য সবচেয়ে উপযুক্ত যে সময় হবে সেটি
হচ্ছে শীতকাল। কারণ শীতকালে এই সাজেক ভ্যালি নতুনরূপে সেজে ওঠে। আপনি যদি একজন
ভ্রমণ পিপাসু মানুষ হয়ে থাকেন তাহলে শীতকালে আপনার একবার হলেও সাজেক ভ্রমণ করা
উচিত। আরেকটা সবচেয়ে বড় কথা মনে রাখবেন যে এখানে আর্মিরা আপনাদের সাজেক
ভ্যালিতে নিয়ে যাবে।
প্রথমে আপনাদের আর্মি ক্যান্টনমেন্টে গিয়ে আপনাদের বিভিন্ন ডকুমেন্ট দেখাতে হবে।
যেমন আপনার এন আই ডি কার্ড এবং আপনার সাজেক ভ্রমণের পারমিশন স্বরূপ একটি
ডকুমেন্ট। সেই জন্য আপনারা আপনাদের এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো আপনার সাথেই
রাখবেন। সেই সাথে সেই ডকুমেন্টগুলোর দুই থেকে তিন কপি ফটোকপি নিয়ে যাবেন। এতে
আপনার আরও বেশি সুবিধা হবে।
সাজেক ভ্যালি কিভাবে যাব
এই মুহূর্তে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যে টপিকের বিষয় নিয়ে আমরা আলোচনা
করতে চলেছি সেটি হল সাজেক ভ্যালি যাব কিভাবে। আমার এখানে যাওয়ার ইচ্ছা আছে এবং
উপভোগ করারও ইচ্ছা আছে কিন্তু আমি জানিনা কিভাবে যেতে হয়। সেই কারণে আপনারা যেন
এখানে যেতে পারে এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারেন সেই জন্যই আমরা আপনাদের বলতে
চলেছি যে আপনি কিভাবে সাজেক ভ্যালি জাবেন।
সাজেক ভ্যালি যাওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে ঢাকাতে। ঢাকা থেকে আপনাকে যেতে
হবে সাজেক ভ্যালিতে। সাজেক ভ্যালি যাওয়ার জন্য আপনাকে প্রথমে ঢাকা থেকে
খাগড়াছড়ি যেতে হবে। খাগড়াছড়ি যাওয়ার জন্য ট্রেনের ব্যবস্থা নেই। তবে
প্রতিনিয়ত অনেকগুলো বাস চলাচল করে থাকে এই রোডে। আপনি চিন্তা করবেন না কারণ
এখানে আপার এবং লোয়ার দুই টাইপেরই বাস চলে।
এই রোডের সবচেয়ে পরিচিত এবং মেইন বাস বলা যায় সেটি হল শান্তি পরিবহন এবং হানিফ
পরিবহন। এছাড়াও এখানে আরো চলে শ্যামলী পরিবহন, সৌদিয়া পরিবহন,
সেন্টমার্টিন ট্রাভেলস এবং ডলফিন ট্রাভেলস। আরো অনেক লোকাল বাস রয়েছে যারা
এই রোডে চলাফেরা করে। এখন আসি ভাড়ার বিষয়টা আপনি যদি নন এসিতে যেতে চান তাহলে
আপনার ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত পড়তে পারে।
তাছাড়া আপনি যদি একটু ভালো মানের বা এসি বাসে যেতে চান তাহলে আপনাকে ১০০০ থেকে
১৩০০ টাকা পর্যন্ত লাগতে পারে। তাছাড়া এখানে স্লিপার বাসও কিন্তু চলাফেরা
করে যার ভাড়া এসি বাসের মতোই হয়ে থাকে। এরপর খাগড়াছড়ি আসার পর
আপনাকে চান্দের গাড়ি অথবা সিএনজি করে যেতে হবে আপনাকে আর্মি ক্যান্টনমেন্টে।
সেখানে আপনার কিছু ডকুমেন্ট দেখাতে হবে।
সেই ডকুমেন্টগুলো দেখার পর একসাথে অনেকগুলো পর্যটকদের সাথে নিয়ে আর্মিরাই
আপনাদের সাজেক ভ্যালিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এই হলো সাজেক যাওয়ার পথ
এবং ব্যবস্থাপনা। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে সাজেক ভ্যালি বা
সাজেক উপত্যকায় যাওয়া যায়।
সাজেক ভ্যালি ভ্রমণ খরচ ২০২৪
এই পোস্টের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আমাদের মত মিডিল ক্লাস ব্যক্তিরা
বেশি করে থাকে তা হল সাজেক ভ্যালির ভ্রমণ খরচ কত। কারণ একজন উচ্চবিত্তরা সহজেই এই
সাজে ভ্রমণ করে আসতে পারে কিন্তু আমরা মধ্যবিত্তরা তা অতো সহজে করতে পারি না। তাই
আমরা সবকিছু করার আগে খরচ টা জানতে চাই। তাই আপনার সাথে শেয়ার করতে চলেছি যে
সাজেক ভ্যালি ভ্রমণ খরচ কত।
আপনাকে প্রথমে বললাম যে ঢাকা থেকে প্রথমে যেতে হবে খাগড়াছড়ি। আর খাগড়াছড়ির
ভাড়া নন এসিতে ৫০০ থেকে ৬০০ এবং এসিতে ১০০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত হয়ে
থাকে। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার চাঁদের গাড়ি বা জিপের গাড়ির ভাড়া
দিনে গিয়ে দিনে ফিরে আসা হলে ৮ থেকে ৯ হাজার টাকা পর্যন্ত পড়ে থাকে। তাছাড়া
সেখানে এক রাত্রে যাপন করলে ১০০০০ থেকে ১০৫০০ করতে পারে।
আরো পড়ুনঃ স্মার্ট টিভি কেনার আগে কি কি করণীয়
তাছাড়া এখানে দুই রাত্রি যাপন করতে চাইলে আপনাকে চান্দের গাড়ির বা জীবের গাড়ির
ভাড়া গুনতে হতে পারে ১২০০০ থেকে ১২৫০০ টাকা পর্যন্ত। তবে আপনাদের উচিত একটি ১০
থেকে ১৫ জনের গ্রুপ করে যাওয়া। এতে খরচ অনেকটাই কমে আসে। তাহলে আসুন এখন আরেকটি
গুরুত্বপূর্ণ জিনিসের খরচ সম্পর্কে জানি। তা হল এখানকার সুন্দর সুন্দর কুঁড়েঘর
গুলো।
এই কুঁড়েঘর গুলোতে মানুষ রাত কাটাতে অনেক বেশি ভালোবাসা থাকে। আর আপনি যদি সাজেক
এসে এখানে রাত না কাটিয়ে চান তাহলে আপনার সাজেক আসার কোন মানেই হয় না। এই সাজেক
ভ্যালিতে এসব কুঁড়েঘরে থাকতে হলে আপনাকে সর্বোচ্চ ৭ থেকে সর্বনিম্ন ৩ হাজার টাকা
পর্যন্ত গুনতে হবে। তবে কোন কোন ঘরে একসাথে তিন জন বা দুই জন থাকা যাবে।
আর এখানে খাবার কেমন খরচ পড়বে এটা নির্ভর করবে আপনার নিজের ওপর।
এটির নিশ্চয়তা আপনি একমাত্র নিজে দিতে পারবেন। তাহলে এত কিছু জানার পর এখন জানার
বিষয় মোট খরচ কত পড়তে পারে। আমার কাছে মনে হয় আপনি যদি প্রায় ১০ হাজার টাকার
মতো বাজেট করতে পারেন। তাহলে আপনি এখান থেকে খুব ভালোভাবেই ঘুরে আসতে
পারবেন।
আমাদের শেষ কথা
আমরা এখানে আলোচনা করেছি যে সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত এবং আরো আলোচনা
করেছি যে সাজেক ভ্যালি যাওয়ার সময় যেসব চোখে পড়বে। তাছাড়াও আমরা এখানে আরো অনেক
বেশি আলোচনা করেছি যেমন এখানে যাওয়ার পথ এবং খরচ সম্পর্কে। আমরা আশা করছি যে
আপনারা এই বিষয়গুলো সম্পর্কে খুবই সম্পূর্ণভাবে ধারণা লাভ করতে পেরেছেন। আমরা যে
এখানে আলোচনা করলাম সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত এবং আরো সকল বিষয়।
সেই বিষয়গুলো নিজের অভিজ্ঞতা থেকে এবং অনেক পড়াশোনার মাধ্যমে এখানে এই তথ্য গুলো
তুলে ধরা হয়েছে। কারণ আমরা চাই আপনার একটা নিরাপত্তার সাথে এবং খুব ভালোভাবে যেন
এই সাজেক ভ্রমণ করতে পারেন এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। যেহেতু আমরা বললাম
আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে একটি লেখা হয়েছে তবুও জেনে বুঝে এখানে যাওয়ার
চেষ্টা করবেন।
ট্রাজেডি আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url