গুগল সার্চ কনসোল কি এবং কেন ব্যবহার করবেন
গুগল সার্চ কনসোল কি আপনি যদি এই বিষয় সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্ট থেকে
জেনে নিন। কেননা আমরা আপনাদের এই পোস্টে জানাতে চলেছি গুগল সার্চ কনসোল সম্পর্কে।
তাহলে আসুন বিস্তারিত জেনে নিন।
গুগল সার্চ এর মাধ্যমে বিভিন্ন ভাবে আমাদের ওয়েবসাইটকে ট্রেকিং করা যায় আমরা এই
বিষয় গুলো জানব এখানে। তাছাড়াও আমরা এখানে জানব যে গুগল সার্চ কনসোল ওয়েবসাইটের
সাথে সংযুক্ত করণ । তাই আসুন বিস্তারিত জেনে নেন যে কি এই গুগল সার্চ কনসোল।
পোস্ট সূচিপত্রঃ আপনি যা যা জানতে চলেছেন
গুগল সার্চ কনসোল কি
গুগল সার্চ কনসোল হলো কি আপনি যদি জেনে না থাকেন তাহলে আমাদের পোস্ট থেকে জেনে
নেন। কেননা আপনার যদি একটি ওয়েবসাইট থাকে আর যদি আপনি যদি গুগল সার্চ কনসোল
সম্পর্কে না জানেন তাহলে আপনি আপনার ওয়েবসাইট ট্রেকিং করতে পারবেন না। তাহলে আসুন
জেনে নিন গুগল সার্চ কনসোল কি এই সম্পর্কে।
গুগল সার্চ কনসোল হলো একধরণের ফ্রি টুল যার মাধ্যমে একজন ওয়েবসাইটের মালিক তার
ওয়েবসাইটের ট্রেকিং করতে পারে। এটি ওয়েবসাইটের বিভিন্ন তথ্য প্রদান করে থাকে যেমন
পোস্টের ইনডেক্সিং স্ট্যাটাস, কোন পোস্টে কত ভিজিটর আসছে,ইউজার কিভাবে ওয়েবস
খুঁজে পাচ্ছে, মোট ভিজিটর সংখ্যা, কোন পেইজ গুলো সবচেয়ে বেশি জনপ্রিয় এবং আপনার
পজিশন কত ইত্যাদি এসব প্রদান করে থাকে।
এটি প্রথমে ২০০৬ সালে গুগল ওয়েবমাস্টার নামে প্রকাশ করে গুগল। পরবর্তীতে ২০১৫
সালের ২০ মে এর নাম পরিবর্তন করে রাখা হয় গুগল সার্চ কনসোল। এই ওয়েব সাইটের
মাধ্যমে আপনার ওয়েবসাইটের বিভিন্ন ধরণের ত্রুটি বা টেকনিকাল সমস্যা যাচাই করতে
পারবেন। আবার এই গুগল সার্চ কনসোলের কাজ হচ্ছে আপনার পোস্ট কে দুনিয়া ব্যাপি
ছড়িয়ে দেওয়া।
গুগল সার্চ কনসোল ওয়েবসাইটের সাথে সংযুক্ত করণ
গুগল সার্চ কনসোল ওয়েবসাইটের সাথে সংযুক্ত করণ আপনি যদি না জানেন তাহলে এখন জেনে
নিন। কেননা আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে আপনার জন্য গুগল সার্চ কনসোল
ওয়েবসাইটের সাথে সম্পৃক্ত করা জানা অত্যন্ত জরুরি। তাহলে এই পোস্ট থেকে জেনে নিন
যে কিভাবে করতে হয় গুগল সার্চ কনসোল ওয়েবসাইটের সাথে সংযুক্ত করণ।
প্রথমে আপনাকে গুগল থেকে সার্চ বারে লিখতে হবে Google Search Console এর পর আপনার
সামনে একটি ইন্টারফেস আসবে সেটিতে আপনার ওয়েবসাইটের url link দিতে হবে।
মার্ককৃত জায়গায় আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিন। এরপর আপনার আরেকটি ইন্টারফেস আসবে
সেখানে আপনাকে go to property তে ক্লিক করতে হবে।
go to property ক্লিক করলে আপনাকে সরাসরি গুগল সার্চ কনসোলের ড্যাসবোর্ডে বা
হোমপেইজে নিয়ে যাবে। এরপর আপনাকে যেতে হবে setting এ। setting এ আসার পর
আপনাকে ক্লিক করতে হবে Ownership verification এ তারপর যেটি আসবে,
এখন আপনাকে ক্লিক করতে হবে html tag বাটনে। ক্লিক করার পর একটি কোড আসবে সেখানে
কোডটি কপি করার পর যেতে হবে theme এর ভিতরে।
copy লিখা বাটন থেকে কপি করে নিন এরপর চলে আসুন blogger এর মধ্যে সেখান থেকে চাপ
দিন theme এর মধ্যে। এরপর customise পাশে ড্রপ ডাউন বাটনে ক্লিক করুন। এবার
ctrl+f ক্লিক করুন। দেখবেন একটি সার্চ বার বের হয়ে আসবে সেখানে লিখুন
<body>এরপর </head> এর উপরে স্পেস দিয়ে কোডটি বসিয়ে দিন।
এরপর ক্লিক করুন পূর্বের ছবিতে মার্ককৃত verify বাটনে। তাহলে আমাদের সফল্ভাবে হয়ে
গেল আমাদের ওয়েবসাইটটি গুগলে সাবমিট করা। এখন আপনাকে আপনার পোস্ট এবং পেস্ট গুলো
আপনাকে সাবমিট দিতে হবে। তার জন্য আপনাকে যেতে হবে sitemaps এ যা আপনি এই সার্চ
কনসোলের হোমপেজেই পেয়ে যাবেন।
sitemap.xml এবং sitemap-pages.xml লিখে উপরে submit এ ক্লিক করুন তাহলেই আপনার
পোস্ট এবং পেইজ গুগলে পাবলিস হয়ে যাবে। এখন আপনি আসুন blogger এর ড্যাশবোর্ডে
সেখান থেকে যান setting এবং সেখানে থেকে crawling and indexing এ ।
এখানে custom robots.txt টিতে লিখতে হবে,
User-agent: *
Allow: /ads.txt
Allow: /
Sitemap: https://www.shakilblog09.com/sitemap.xml
Sitemap:
https://shakilblog09.blogspot.com/pages.xml
এখানে লাল করা দুটি লিখা পরিবর্তন করে আপনার ওয়েবসাউটের নাম এবং ওয়েসাইটের লিংক
বসিয়ে দিবেন। এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনার কাজ হয়ে গেছে সেটি বোঝার জন্য আপনি
আপনার সাইটের লিঙ্ক এর সাথে যোগ করুন robots.txt তার পর সার্চ
দিন। https://shakilblog09.blogspot.com/robots.txt এই ভাবে।
তাহলে আপনার গুগল সার্চ কনসোল এর কাজ করা শেষ। আপনার ৪৮ ঘন্টা সময় লাগবে গুগল
সার্চ কনসোলে আপনার সাইটের রিপোর্ট আসতে।
গুগল সার্চ কনসোল কেন ব্যবহার করবেন
গুগল সার্চ কনসোল কেন ব্যবহার করবেন আপনি যদি না জেনে থাকেন তাহলে আমাদের পোস্ট
থেকে জেনে নেন। কেননা আপনার গুগল সার্চ কনসোল থাকলেও আপনি যদি না জানেন তাহলে
আপনি গুগল সার্চ কনসোল নিয়ন্ত্রন করতে পারবেন না। তাহলে আসুন জেনে নিন আপনি গুগল
সার্চ কনসোল কেন ব্যবহার করবেন।
ওয়েবসাইটের পারফরম্যান্স মনিটরিংঃ আপনি গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনি
আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স চেক করতে পারবেন। যেমন আপনার ওয়েবসাইটে ক্লিক কত
আসলেন এবং আপনার গড়ে পজিশন কত ইত্যাদি এইসব।
সমস্যা সনাক্তকরণঃ আপনার ওয়েবসাইট এবং আপনার পোস্টের কোথায় কি সমস্যা
রয়েছে আপনি সেটা জানতে পারবেন। সমস্যাগুলি যেমন হয় Duplicate without
user-selected canonical, Redirect error, এবং Not found (404) ইত্যাদি
আরো অনেক রয়েছে।
ইনডেক্সিং পর্যবেক্ষণঃ গুগল সার্চ কনসোল এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের
কোন পোস্ট ইনডেক্স হয়েছে এবং কোনটা হয় নাই সেগুলো দেখা যায়। তাছাড়া কেন আপনার
পোস্ট ইনডেক্স হয় নাই সেটিও দেখা যায়।
ম্যানুয়াল অ্যাকশন এলার্টঃ যদি আপনার কোনো পোস্ট গুগলের কোনো
নীতিমাল লঙ্ঘন করে তাহলে আপনাকে একটি নোটিফিকেশন দিবে গুগল সার্চ কনসোল।
রিমুভ ইউআরএলঃ আপনি যদি আপনার কোন পোস্ট আপনার ওয়েবসাইট থেকে রিমুভ করতে
চান তাহলে আপনি এই গুগল সার্চ কনসোল থেকে করতে পারবেন। আপনি চাইলে আবার এটি
নির্দিষ্ট টাইম অনুযায়ী করতে পারবেন। যেমন আপনি চাইলে আপনার একটি পোস্ট ৩ মাস বা
যেকোনো সময়ের জন্য করতে পারবেন।
তাছাড়াও আপনি আরো অনেক উপকার পাবেন এই গুগল সার্চ কনসোল থেকে। আমরা আশা করছি যে
আপনারা এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি। আপনারা এখন জানতে চলেছেন যে
গুগল সার্চ কনসোল এর কাজ কি সম্পর্কে।
গুগল সার্চ কনসোল এর কাজ কি
গুগল সার্চ কনসোল এর কাজ কি জানা আপনার জন্য অত্যন্ত জরুরি যদি আপনার কাছে একটি
ওয়েবসাইট থাকে। আপনার কাছে যদি একটা ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইটের সাথে
গুগল সার্চ কনসোল যুক্ত করা থাকে তাহলে আপনার এর কাজ কি কি সেই বিষয়ে জানা
জরুরী। কেননা আপনি যদি গুগল সার্চ করলে কাজ কি কি না জানেন তাহলে আপনি গুগল
সার্চ কনসোল নিয়ন্ত্রণ করতে পারবেন না।
- আপনার ওয়েবসাইটে কতটি ক্লিক পড়েছে, আপনার গড় পজিশন কত এবং আপনার ওয়েবসাইটের ইম্প্রেশন সম্পর্কে জানা যায় এই গুগল সার্চ কনসোল দ্বারা।
- গুগল সার্চ কনসোল দিয়ে আপনার ওয়েবসাইটে ইউআরএল ইন্সপেকশন করতে পারবেন। মানে আপনি জানতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কোন পোস্টটি google এ ইনডেক্স হয়ে আছে।
-
গুগল সার্চ কনসোল দিয়ে আপনি আপনার পোস্টে কোন পোস্ট ইনডেক্স হয়ে আছে সেটি
দেখতে পারবেন এবং কোনটি ইনডেক্স হয় নাই এবং কি কারণে হয় নাই সেটিও দেখতে
পারবেন।
-
যদি কোন আপনার পোস্ট ইনডেক্স না হয় তাহলে ম্যানুয়াল ইনডেক্স রিকোয়েস্ট
এর মাধ্যমে আপনি আপনার পোস্টকে ইনডেক্স করাতে পারবেন।
-
গুগল সার্চ কনসোল এর মাধ্যমে আপনি আপনার পোস্ট এবং পেজগুলোকে গুগলে পাবলিশ
করতে পারবেন।
-
গুগল সার্চ কনসোল থেকে জানা যায় যে আপনার ওয়েবসাইটে কোথায় থেকে এবং
কয়েকটি ব্যাকলিংক এসেছে।
-
আপনার ওয়েবসাইটে এবং আপনার পোষ্টের মধ্যে কোথায় কি সমস্যা হয়েছে সেই
সমস্যা গুলো ধরিয়ে দেয় এই গুগল সার্চ কনসল।
এই হল কিছু গুগল সার্চ কনসোল এর কাজ। তাছাড়াও গুগল সার্চ অঞ্চলের আরো
অনেক কাজ রয়েছে। আমরা আশা করছি যে আপনারা সম্পূর্ণ ধারণা লাভ করতে পেরেছেন
এই বিষয় সম্পর্কে। এখন আপনারা জানতে পারবেন যে ম্যানুয়ালি ইনডেক্স
রিকোয়েস্ট টেকনিক সম্পর্কে।
ম্যানুয়ালি ইনডেক্স রিকুয়েস্ট টেকনিক
ম্যানুয়ালি ইনডেক্স রিকোয়েস্ট টেকনিক জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার কাছে
কোন ওয়েবসাইট থেকে থাকে। কেননা যদি আপনার ওয়েবসাইটের কোন পোস্ট আপনা আপনি
ইনডেক্স না হয় তাহলে আপনি এই ম্যানুয়ালি ইনডেক্স রিকোয়েস্ট টেকনিক এর মাধ্যমে
আপনার পোস্টগুলোকে ইনডেক্স করাতে পারবেন। তাহলে আসুন আপনি জেনে নিন যে কিভাবে
ম্যানুয়ালি ইনডেক্স রিকোয়েস্ট করা যায়।
প্রথমে আপনাকে যেতে হবে আপনার গুগল সার্চ কনসোল এর ড্যাশবোর্ডে। আপনি
সেখানে গিয়ে দেখবেন লেখা আছেন url inspection তারপর আপনি সেখানে ক্লিক করুন।
এরপর আপনি দেখবেন একটি সার্চ বার বের হয়ে আসতে। সেই সার্চ বারে আপনার সেই
পোস্টের লিংক দিতে হব যেই পোস্টটি আপনি ইনডেক্স করাতে চাচ্ছেন। সেখানে সার্চ
দেয়ার পর যা আসবে,
এখন আপনাকে চিহ্নিত request indexing ক্লিক ক্লিক করতে হবে। ক্লিক করার
প্রায় এক মিনিটের মধ্যে আপনাকে indexing request successfully আসলে আপনার
রিকোয়েস্টের কাজ শেষ। এখন google যখন খুশি তখন আপনার পোস্টকে ইনডেক্স
করিয়ে দিবে।
লেখকের শেষ কথা
আমরা এই পোস্টে আলোচনা করলাম গুগল সার্চ কনসোল কি এবং গুগল সার্চ কনসোল
ওয়েবসাইটের সাথে সংযুক্ত করণ। আমরা এখানে যা যা আলোচনা করলাম আপনাদের সবগুলো
প্র্যাকটিক্যাল দেখিয়ে করা হলো। আপনার যদি তাও একটি ওয়েবসাইটের সাথে গুগল সার্চ
কনসোল যুক্ত করতে না পারেন তাহলে চাইলে আপনি আমাদের ওয়েব সাইটে দেওয়া ঠিকানায়
যোগাযোগ করতে পারে।
আমরা এখানে আলোচনা করলাম গুগল সার্চ কনসোল কি এই বিষয়ে সম্পর্কে এবং আরো অনেক বিষয় যা নিয়ে আলোচনা করেছি এসব পূর্ণ অভিজ্ঞতা এবং রীতিমতো ব্যবহারের মাধ্যমে করা হয়েছে। আমরা আশা করছি যে আপনারা এই সকল বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পেরেছেন। এর সাথে আরও আশা করছি যে আপনারা আমাদের এই বিষয় যেটি হল গুগল সার্চ কনসোল কি ভালোভাবে বুঝতে পেরেছেন।
ট্রাজেডি আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url