আশ্বিন মাসের ক্যালেন্ডার ২০২৪
আশ্বিন মাসের ক্যালেন্ডার ২০২৪ সম্পর্কে আপনি কি জানতে চাচ্ছেন ? তাহলে আমাদের এই
পোস্ট থেকে জেনে নিন। কেননা এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি
যে আশ্বিন মাসের ক্যালেন্ডার সম্পর্কে।
বাংলা ক্যালেন্ডারে আশ্বিন মাস অনেক সুন্দর একটি মাস হয়ে থাকে। এই খানে আমরা এই
মাস সম্পর্কে জানব তাছাড়া আশ্বিন মাসের বিয়ের তারিখ ১৪৩১ সম্পর্কে। তাহলে
আসুন সম্পূর্ণ জেনে নিন এই সকল বিষয় সম্পর্কে।
পোস্ট সূচিপত্রঃ আশ্বিন মাসের ক্যালেন্ডার ২০২৪
আশ্বিন মাসের ক্যালেন্ডার ২০২৪
আশ্বিন মাসের ক্যালেন্ডার ২০২৪ আপনি এই পোস্ট থেকে জানতে পারবেন। আমরা বাঙালি
হওয়া সত্তেও আমরা অনেকেই জানি না যে এখন বাংলা কত তারিখ বা বাংলা মাস চলছে। তবে
আমরা ইংরেজি মাস খুব ভালো ভাবেই জানি কিন্তু বাঙালি হিসেবে আমাদের বাংলা মাসের
ক্যালেন্ডার সম্পর্কে জানা অত্যন্ত জরুরি তাহলে আসুন জেনে নেন যে আশ্বিন মাসের
ক্যালেন্ডার ২০২৪ সম্পর্কে।
আশ্বিন মাস ইংরেজি মাসের ১৬ই
সেপ্টেম্বর শুরু হবে এবং ১৬ই অক্টোবর শেষ হবে।
রবিবার | সোমবার | মঙ্গলবার | বুধবার | বৃহস্পতিবার | শুক্রবার | শনিবার |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আশ্বিন মাসের বিয়ের তারিখ ১৪৩১
আশ্বিন মাসের বিয়ের তারিখ ১৪৩১ সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে এই পোস্টটি
আপনার জন্য লেখা হয়েছে। আমাদের অনেকের প্রশ্ন করে থাকে বিশেষ করে হিন্দু
ধর্মের লোকেরা আরও বেশি জানতে চায় যে আশ্বিন মাসে বিয়ের তারিখ কোনটা ভালো
হবে। সেই সাথে তারা নগ্নও জানতে চাই। আপনি যদি আশ্বিন মাসের বিয়ের
তারিখ ১৪৩১ সম্পর্কে জানতে চান তাহলে আমাদের পোস্ট থেকে জেনে নিন।
আরো পড়ুনঃ ২০২৫ সালের বাংলা ক্যালেন্ডার
আশ্বিন মাসে বিবাহের সবচেয়ে ভালো তিনটি সময় রয়েছে এবং সেইসাথে খুব ভালো
লগ্নও রয়েছে। তাছাড়াও আমরা এখানে নির্দিষ্ট সময় সম্পর্কেও জানবো,
বাংলা তারিখ | ইংরেজি তারিখ | সময় | লগ্ন |
---|---|---|---|
১২ আশ্বিন ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর ২০২৪ | রাত ৮টা থেকে রাত ১টা এবং রাত ২.২০ থেকে ভোর ৫.৩৫ পর্যন্ত | বৃষ, মিথুন, এবং কর্কট আবার সিংহ এবং কন্যা |
১৬ আশ্বিন ১৪৩১ | ৩ অক্টোবর | রাত ৭.৪০ থেকে রাত ১১.৪৫ পর্যন্ত এবং রাত ১২.৫০ থেকে ভোর ৪.৪২ পর্যন্ত | বৃষ, মিথুন, কর্কট, সিংহ এবং কন্যা |
২০ আশ্বিন ১৪৩১ | ৭ অক্টোবর | রাত ৭.২৫ থেকে রাত ৯.৫৫ পর্যন্ত এবং রাত ১১.২০ থেকে ১২ টা পর্যন্ত | বৃষ, মিথুন এবং কর্কট |
আশ্বিন মাসের দিবস ২০২৪
আশ্বিন মাসের দিবস ২০২৪ সম্পর্কে আপনার যদি জানার ইচ্ছা থাকে তাহলে আসুন জেনে
নিন এই পর্যায়ে। এই আশ্বিন মাসের দিবসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই দিবস
গুলো জানা আপনার জন্য জরুরি। তাহলে আসুন জেনে নিন আশ্বিন মাসের দিবস
সম্পর্কে।
নিম্নে যে দিবস গুলো দেওয়া হলো আমাদের দেশ বাংলাদেশ এবং বিশ্বের সকল দিবস যা এই আশ্বিন মাসে হয়ে থাকবে। এর মধ্যে এমন কয়টি বিশ্ব দিবস রয়েছে যেগুলা বাংলাদেশেও ধুমধাম করে পালন করা হয়,
তারিখ | দিবস |
---|---|
১ আশ্বিন ১৪৩১ | বিশ্ব ওজোন দিবস |
২ আশ্বিন ১৪৩১ | মহান শিক্ষক দিবস |
৩ আশ্বিন ১৪৩১ | বিশ্ব নৌ দিবস |
৭ আশ্বিন ১৪৩১ | বিশ্ব কারামুক্ত দিবস |
৮ আশ্বিন ১৪৩১ | প্রীতিলতা দিবস |
৯ আশ্বিন ১৪৩১ | মীনা দিবস |
১২ আশ্বিন ১৪৩১ | বিশ্ব পর্যটন দিবস |
১৩ আশ্বিন ১৪৩১ | বিশ্ব জলাতঙ্ক দিবস |
১৪ আশ্বিন ১৪৩১ | বিশ্ব বধির দিবস |
১৫ আশ্বিন ১৪৩১ | বিশ্ব হৃদয় দিবস |
১৬ আশ্বিন ১৪৩১ | বিশ্ব প্রবীণ দিবস |
১৬ আশ্বিন ১৪৩১ | বিশ্ব নিরামিষ দিবস |
১৭ আশ্বিন ১৪৩১ | পথ শিশু দিবস |
১৯ আশ্বিন ১৪৩১ | বিশ্ব প্রানী বা বিশ্ব হাসি দিবস |
২০ আশ্বিন ১৪৩১ | বিশ্ব শিক্ষক দিবস |
২২ আশ্বিন ১৪৩১ | বিশ্ব স্থাপত্য দিবস |
২৪ আশ্বিন ১৪৩১ | বিশ্ব ডাক দিবস |
২৫ আশ্বিন ১৪৩১ | বিশ্ব মানসিক দিবস |
২৮ আশ্বিন ১৪৩১ | বিশ্ব দুর্যোগ দিবস |
২৯ আশ্বিন ১৪৩১ | বিশ্ব ডিম দিবস |
৩০ আশ্বিন ১৪৩১ | বিশ্ব সাদাছড়ি দিবস |
৩০ আশ্বিন ১৪৩১ | বিশ্ব ছাত্র দিবস |
৩০ আশ্বিন ১৪৩১ | বিশ্ব হাত ধোয়া দিবস |
৩১ আশ্বিন ১৪৩১ | বিশ্ব খাদ্য দিবস |
বাংলা আশ্বিন মাসের ছুটির তালিকা ১৪৩১
বাংলা আশ্বিন মাসের ছুটির তালিকা ১৪৩১ আপনি যদি জানতে ইচ্ছুক হন তাহলে এই
পোস্ট আপনার জন্য। আমরা ছাত্র বা চাকরিজীবি হয় না কেন আমাদের সবার এক দিকই
নজর থাকে সেটি হলো ছুটির দিন। তাহলে আসুন আপনিও ২০২৪ সালের বাংলা
আশ্বিন মাসের ছুটির তালি্কা দেখে নেন।
- ১ই আশ্বিন ১৪৩১ - ঈদে মিলাদুন্নবী যাকে ধরা হয় বিশ্বনবী হযরত মুহাম্মদ ( স. ) এর জন্মদিন। এই দিনের উপলক্ষে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়।
- ২৮ শে আশ্বিন ১৪৩১ - বিজয় দশমী যা হলো দুর্গাপুজোর শেষ দিন।
আশ্বিন মাসের আবহাওয়া
আশ্বিন মাসের আবহাওয়া অত্যন্ত মনোরোম পরিবেশের হয়ে থাকে। আশ্বিন এবং ভাদ্র
মাস নিয়ে হয়ে থাকে শরৎকাল। আর এই শরৎকালকে বলা হয় ঋতুর রানী। কেননা এই
সময় প্রকৃতির মনোরম দৃশ্য দেখা যায। এ সময় চারদিকে সৌন্দর্যে ভরে
যায়। কেননা এই শরৎকাল হচ্ছে প্রত্যেক রানী। এখন আপনি যদি না জানেন কি কি
সৌন্দর্যতায় প্রকৃতি ভরে যায় তাহলে আমাদের পোস্ট থেকে জেনে নিতে
পারেন। তাহলে আসুন বিস্তারিতভাবে আশ্বিন মাসের আবহাওয়া জেনে নিন।
এই শরৎকাল এমন একটি ঋতু যে প্রত্যেক ঋতুর ছোয়া এই ঋতুতে রয়েছে। কেননা
এই সময় বর্ষাকালে বৃষ্টি, গ্রীষ্মকালের রোদ, শীতকালের শীত এবং বসন্তের
মতো চারিদিকে বিভিন্ন ফুলে ভরে যায় তার মধ্যে অন্যতম হলো কাশফুল। যা
অত্যন্ত একটি সুন্দর এবং মানুষের কাছে জনপ্রিয় ফুল। শরৎকালের দ্বিতীয় মাস
আশ্বিন মাস এই সময় কোনদিন প্রচুর এবং কোনদিন হালকা রোদ দেখা যায়।
যে রোদ গুলো শীতের মতো মিষ্টি মিষ্টি লাগে এবং থেকে থেকে অনেক কড়া হয়ে
থাকে। এই আশ্বিন মাসে নীল আকাশে সাদা সাদা মেঘ ঘুরে বেড়ায়। আবার কোন
সময় এই সাদা মেঘ থেকে বৃষ্টি হতেও দেখা যায়। সবচেয়ে মজার যে বিষয় হলো
এই আশ্বিন মাসে রোদ এবং বৃষ্টি দুটো একসাথে দেখতে পাওয়া যায়। যেদিকে
গ্রামের মানুষ এবং আদিকালের মানুষ বলে থাকেন যে শেয়ালের বিয়ে হলে রোদ এবং
বৃষ্টি একই সাথে হয়ে থাকে।
আবার এই আশ্বিন মাসে শীতের হালকা কুয়াশাও দেখতে পাওয়া যায়। আবার এই
সময় বর্ষাকালের মত কিছুদিন বৃষ্টিও হয়ে থাকে। তারপর শরৎকালে বা আশ্বিন
মাসের সবচেয়ে জনপ্রিয় যেই জিনিস হল সেটি হল কাশফুল। বর্তমান প্রজন্মের
ছেলেমেয়েরা এই কাশফুলকে অনেক বেশি পছন্দ করে থাকে। সেই সাথে এই ফুল ফুটলে
এখনকার ছেলে মেয়েদের মনের ভিতরে অনেক আনন্দে ফুটে ওঠে।
এই ফুল অনেক রকম সুন্দর হয়ে থাকে। তাছাড়াও এই সময় গ্রামের মানুষেরা
হেমন্তের ধান এর বীজ গোপন করে থাকে। এই সব দেখে বলা যায় আশ্বিন মাস বা
শরৎকাল সকল ঋতুর রানী। এই সময়ে আবহাওয়া কিছু সময় নাতিশীতোষ্ণ এবং কিছু
সময় প্রচুর গরম দেখা যায়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে শরৎকাল বা আশ্বিন
মাসের আবহাওয়া কেমন থাকে।
আশ্বিন মাসের বিখ্যাত খাবার
আশ্বিন মাসের বিখ্যাত খাবার আমি যদি জানতে চান তাহলে এই পর্যায়ে জানতে পারবেন। কেননা আমরা এই মাসের সৌন্দর্য নিয়ে কথা বললাম কিন্তু আমাদের এই মাসের বিখ্যাত এবং সুস্বাদু খাবার নিয়েও কথা বলা উচিত। যাতে আপনারা জানতে পারেন এই মাসে কিরকম সুস্বাদু এবং জনপ্রিয় খাবার পাওয়া যায়. তাহলে আসুন জেনে নিন এই মাসের এত খাবার সম্পর্কে।
পুঁইডালঃ আশ্বিন মাসের বিখ্যাত খাবারের মধ্যে জনপ্রিয় খাবার হলো পুঁইডাল। এই পুঁইডাল অনেক বেশি সুস্বাদু এবং উপকারী হয়ে থাকে আমাদের জন্য। এই খাবার তৈরি করা হয় পুঁই শাক এবং ডাল দিয়ে। এই আশ্বিন মাসে পাওয়া যায় পুঁই শাক সেই শাক দিয়ে রান্না করা হয় অতি সুস্বাদু একটি খাবার যার নাম পুঁইডাল।
আরো পড়ুনঃ এলার্জি জাতীয় খাবার কি কি
লাউ চিংড়িঃ আশ্বিন মাসের আরেকটি বিখ্যাত খাবার পাওয়া যায় তার নাম হলো লাউ চিংড়ি। এই লাউ চিংড়ি খাবারটা অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু একটি খাবার। এই লাউ চিংড়ি রান্না করা হয় লাউ এবং চিংড়ি মাছ দিয়ে। আশ্বিন মাসে পাওয়া যায় কচি লাউ সেই লাউ দিয়েই করা হয় চিংড়ি মাছের এবং লাউয়ের তরকারি যার নাম লাউ চিংড়ি।
কুমড়োর ছক্কাঃ আশ্বিন মাসের সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে পরে একটি হল কুমড়োর ছক্কা। এই কুমড়ো্র ছক্কা রান্না করা হয় মিষ্টি কুমড়া দিয়ে। যাকে বিভিন্ন জায়গায় বা গ্রামে গঞ্জে বিলাতি নামে ডাকা হয়। এই মিষ্টি কুমড়া এবং কাঁচা মরিচ দিয়ে রান্না করা হয় সুস্বাদু খাবার যার নাম কুমড়োর ছক্কা।
লেখকের শেষ কথা
আমরা এই পোস্টে আলোচনা করেছি যে আশ্বিন মাসের ক্যালেন্ডার ২০২৪ সম্পর্কে। তাছাড়া আমরা এখানে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আশ্বিন মাস খুবই বিখ্যাত একটি মাস কারণ এর বিভিন্ন দিবস এবং সৌন্দর্যতার কারণে। আমরা এখানে যা যা আলোচনা করলাম যেমন আশ্বিন মাসের ক্যালেন্ডার ২০২৪ এই সকল বিষয় আপনারা সম্পূর্ণভাবে বুঝতে এবং জানতে পেরেছেন এই আশায় আমরা ব্যাক্ত করছি।
আমরা এখানে যেগুলো আলোচনা করলাম যেমন আশ্বিন মাসের ক্যালেন্ডার ২০২৪ এবং আরো অনেক যেগুলা বিষয় নিয়ে আলোচনা করেছি এগুলো বিষয় গবেষণা এবং অতিরিক্ত পড়াশোনার মাধ্যমে লেখা হয়েছে। এই তথ্য বলি নির্ভুল এবং সঠিক। আমরা আশা করছি যে আপনারা এই পোস্টের এই তথ্যগুলো দ্বারা অনেক উপকৃত হবেন। দিনশেষে আপনাদের উপকৃত হওয়াটাই আমাদের প্রাপ্তি।
ট্রাজেডি আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url