স্বপ্নে সাপ দেখলে কি হয়- বিস্তারিত জেনে নিন
স্বপ্নে সাপ দেখলে কি হয় আপনি যদি না জেনে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্যই
লেখা হয়েছে। কারণ আমরা এই পোস্টে আলোচনা করতে চলেছি স্বপ্নে সাপ দেখলে কি হবে সেই
সম্পর্ক। আমরা কম বেশি সকলেই স্বপ্নে সাপ দেখে থাকি।
কিন্তু আমরা অনেকেই জানি না এই বিষয়ে। আমরা এই পোস্টে আমরা আরো জানব স্বপ্নে সাপে
কাটা দেখলে কি হয়। তাহলে আসুন আমরা বিস্তারিত জেনে নেয় এই সব বিষয়গুলো সম্পর্কে।
পোস্ট সূচিপত্রঃ আপনি যা যা জানতে চাচ্ছেন
স্বপ্নে সাপ দেখলে কি হয়
স্বপ্নে সাপ দেখলে কি হয় তা আমরা এই পর্যায়ে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রতিনিয়ত সকলেই কমবেশি স্বপ্ন দেখে থাকি যা কোনোটা ভালো আবার কোনোটা খারাপ হয়ে থাকে। আমরা কেউ না কেউ স্বপ্নে অনেক সময় সাপ দেখতে পায় কিন্তু আমরা আসলে জানি না যে এটি আমাদের জন্য ক্ষতি বয়ে আনে না সুফল বয়ে আনে। তাই আসুন এখন আমরা জানি স্বপ্নে সাপ দেখলে কি হয়।
আরো পড়ুনঃ নিমপাতা দিয়ে ফর্সা হওয়ার উপায়
স্বপ্ন নিয়ে সবকিছুই স্বপ্ন শাস্ত্রের অধীনে পড়ে। স্বপ্নে সাপ দেখাকে শুভ এবং কল্যাণদায়ক বলে অভিয়িত করে থাকেন স্বপ্ন শাস্ত্রের বিশেষজ্ঞ গণ। কারণ বিশেষজ্ঞরা ধারনা করে থাকেন যে স্বপ্নে সাপ দেখা দেওয়া ধন সম্পতি বৃদ্ধির লক্ষণ। সেই সাথে সুখ ও সাফল্য বৃদ্ধি পাওয়ারও লক্ষণ ধরা হয় স্বপ্নে সাপ দেখা
দিলে।
প্রাচীন কাল থেকেই একটা ধারণা রয়েছে যে আমরা যদি স্বপ্নে সাপ দেখি তাহলে আমাদের
সেটি সময় পরিবর্তনের লক্ষণ বলে ধরা হয়ে থাকে। সেই সাথে প্রাচীন কাল থেকেই ধরা হয়ে
থাকে যে স্বপ্নে দেখা দিলে অনেক বড় শুভ কাজ বা শুভ সময় আসবে বলে ধরা হতো।
আপনি যদি স্বপ্নে লক্ষ করে যে একটি সাপ আপনার বিছানায় ঘুর ঘুর করছে তাহলে বুঝবেন
সেটি যৌণ শক্তির প্রতিক। আপনার বিছানায় যদি সাপ দেখা যায় তাহলে বুঝবেন যে আপনার
জীবনে নতুন জীবন সঙ্গী আসতে চলেছে বলে ধারণা করা হয়ে থাকে।
আমরা এতক্ষণ দেখলাম যে স্বপ্নে সাপ দেখলে কি হয় তা হলো স্বপ্নে সাপ দেখা গেলে
উন্নতি হতে পারে। তবে আবার স্বপ্নে সাপ কাটলে দেখা গেলে সেটি শুভ এবং আনন্দের নাও
হতে পারে। তাহলে আসুন এখন জানি আমরা যে স্বপ্নে সাপে কাটা দেখলে কি হবে।
স্বপ্নে সাপে কাটা দেখলে কি হয়
স্বপ্নে সাপে কাটা দেখলে কি হবে আমরা তা নিয়ে পর্যায়ে আলোচনা করব। আমরা কম বেশি
সকলে স্বপ্ন দেখি আবার স্বপ্নে দেখি যে সাপ আমাদের কাটে। আসলে এই স্বপ্নে সাপে
কাটলে কি হয় ভালো না খারাপ সেই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব।
স্বপ্ন ব্যাখাকারীদের ধারণা যে আমাদের স্বপ্নে যদি সাপে কাটে তাহলে সেটি অশুভ
লক্ষণের প্রতিক এবং তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের সাথে অনেক খারাপ কিছু হতে
চলেছে। ইসলামিক দিক থেকে ধরা হয় যে সাপে কাটা দেখলে কালো জাদুর স্বীকার হতে হয়।
আপনি যদি দেখেন স্বপ্নে আপনাকে সাপে কেটেছে তাহলে বুঝবেন আপনাকে কেউ কালো জাদু
করার চেষ্টা করছে।
ইসলামিক দিক দিয়ে আরো বলা হয়ে থাকে যে স্বপ্নের সাপে কাটা দেখা দিলে আপনি
বুঝবেন যে ভবিষ্যতে আপনার জন্য কোন দুঃসংবাদ আসতে চলেছে। তাছাড়া আপনি আরো
ধারণা করবেন যে আপনার প্রতি হয়তো খারাপ জেনে প্রভাব পড়েছে। এটি আপনার সাথে
না হয়েও আপনার বাচ্চার সাথেও হতে পারে।
বৈজ্ঞানিক দিক থেকে এর আরো ব্যাখ্যা রয়েছে যে জ্যোতিষবিজ্ঞানে বলা আছে যে একটা
মানুষকে যদি স্বপ্নে সাপে কাটে তাহলে সেই মানুষের মানসিক সমস্যা হতে
পারে। সেই সাথে সেই মানুষের ঘুমের অভাব, অতিরিক্ত টেনশন হওয়া এবং
অতিরিক্ত ব্লাড প্রেসার বেড়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে। জ্যোতিষ বিজ্ঞানে
বলা হয়েছে যে আরো অনেক কিছু সমস্যা হতে পারে।
স্বপ্নে সাপ দেখার হাদিস
স্বপ্নে সাপ দেখার হাদিস সম্পর্কে এ পর্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব। স্বপ্নে
সাপ দেখার হাদিসটি বর্ণনা করেন বিখ্যাত হাদীস বিশারদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ।
তিনি বলেন হযরত মুহাম্মদ (স.) বলেছেন যে,
فإن رأى حية تمشي خلفه فإنّ عدوه يريد أن يمكر به فإن مشت بين
يديه أو دارت حوله فإنّهم أعداء يخالطونه
এই হাদিসটির ব্যাখ্যায় ইবনে শিরিন
রাহিমাহুল্লাহ বলেছেন,
فإن رأى حية تمشي خلفه فإنّ عدوه يريد أن يمكر به যদি কেউ তার পেছনে একটি
সাপ চলতে দেখে, তাহলে তার শত্রু তার বিরুদ্ধে পরিকল্পনা করছেন।
فإن
مشت بين يديه أو دارت حوله فإنّهم أعداء يخالطونه আর যদি সাপটি তার হাতের মধ্যে
পাল্টে বা তার চারপাশে ঘুরতে শুরু করে, তাহলে সে সহকারী সব শত্রুর মধ্যে
রয়েছে।
এই বিশেষ বক্তব্যের মাধ্যমে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ
স্বপ্নের ব্যাখ্যায় জাহান্নামী প্রতিশ্রুতিগুলি থেকে সুরক্ষিত থাকার জন্য
সতর্কতা প্রদান করছেন। স্বপ্নে সাপের উল্লেখ কোনো রূপে সমস্যা ও শত্রুতা নির্দেশ
করতে পারে এবং সেটি ব্যক্তির সম্পর্কে হয়রানি ও অনিচ্ছাকৃত পরিবর্তন নিশ্চিত করতে
পারে।
স্বপ্নে সাপ দেখলে কি হবে ইসলামিক ব্যাখ্যা
স্বপ্নে সাপ দেখলে কি হবে তাই ইসলামিক ব্যাখ্যা আমরা এ পর্যায়ে বিস্তারিত আলোচনা
করব। স্বপ্নে সাপ দেখলে অনেক কিছুই হয় আমরা এখানে সেখানে থেকে শুনতে পাই
কিন্তু আমাদের ইসলাম এই সম্পর্কে কি বলে তা আমাদের জানা জরুরী। একজন মুসলিম
হিসেবে এটা আমাদের জানা অত্যন্ত জরুরি বলে আমাদের মনে হয় আসুন এই সম্পর্কে আমরা
বিস্তারিত জানি।
স্বপ্নে সাপ দেখার বিভিন্ন ধরন থাকতে পারে যেমন আমরা কোন সময় স্বপ্নে বড়
সাপ, ছোট সাপ অথবা সাপ মারতে দেখতে পায় আসলে এভাবে স্বপ্নে সাপ দেখলে
ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী হয় তা আমরা নিম্নে আলোচনা করব।
স্বপ্নে ছোট সাপ দেখলেঃ স্বপ্নে ছোট সাপ দেখলে ইসলামিক ব্যাখ্যা
অনুযায়ী আমরা দেখতে পাই যে বাস্তব জীবনে আমাদের ছোটখাটো কিছু শত্রু
থাকবে। যারা আমাদের সর্বদায় কিছু না কিছু ক্ষতি চাইবে।
স্বপ্নে বড় সাপ দেখলেঃ স্বপ্নে বড় সাপ দেখলে ইসলামিক ব্যাখ্যাতে
বলা আছে যে আমাদের বাস্তব জীবনে অনেক বড় বড় শত্রু দেখা দিবে যারা আমাদের
সর্বদাই কোন না কোন ক্ষতি করতে চাইবে।
স্বপ্নে সাপকে মারতে দেখলেঃ আমরা যদি স্বপ্নে সাপকে
মারতে দেখলে ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী আমরা বলতে পারি যে আমরা আমাদের
শত্রুকে নিধন করে ফেলেছি। এটি এক প্রকার আনন্দের সংবাদ নিয়ে আসে।
আরো পড়ুনঃ গর্ভাবস্থায় কলা খাওয়ার উপকারিতা
স্বপ্নে সাপকে কুচি কুচি করতে দেখলেঃ আমরা যদি স্বপ্নে দেখি আমরা
স্বপ্নে সাপকে কুচি কুচি করে সাপকে কেটে ফেলেছি তাহলে বুঝতে হবে আমাদের চোখের
দৃষ্টি শক্তি বা চোখের জ্যোতি বৃদ্ধি পাবে।
স্বপ্নে সাপকে দ্বিখন্ডিত করলেঃ স্বপ্নে যদি আমরা দেখি যে স্বপ্নে
আমরা কোন সাপকে দ্বিখণ্ডিত করছি তাহলে বুঝতে হবে যে বাস্তব জীবনে আমরা আমাদের
কোন আপন শত্রুকে জীবনের মোকাবেলায় আমরা দ্বিখণ্ডিত করে ফেলব।
স্বপ্নে সাপকে কেটে ফেলা দেখলেঃ আমরা যদি স্বপ্নে দেখি যে আমরা
স্বপ্নে কোন সাপকে কেটে ফেলেছি তাহলে বুঝতে হবে আমরা শত্রুর কাছে থেকে যন্ত্রণা
এবং লাঞ্ছনা পাব।
স্বপ্নে সাপ মারতে ব্যর্থ হলেঃ স্বপ্ন যদি আমরা সাপ মারতে ব্যর্থ হই
তাহলে বুঝতে হবে আমরা বাস্তব জীবনেও আমরা আমাদের শত্রুকে হারাতে পারবো
না। শত্রুর কাছে হারার লক্ষণই হচ্ছে স্বপ্নে সাপ মারতে না পারা।
স্বপ্নে সাপ ছোবল মারতে দেখলেঃ আমরা যদি স্বপ্নে দেখি কোন সাপ আমাদের
শরীরের ছোবল মেরেছে তাহলে আমাদের বুঝতে হবে কোন ব্যক্তি আমাদের পর কালো জাদু করার
চেষ্টা করছে অথবা কোন খারাপ জিন আমাদের উপর প্রভাব ফেলছে।
আমরা এতক্ষণ স্বপ্নে সাপে কাটলে কি হয় তার ইসলামিক ব্যাখ্যা
দেখলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়ে সম্পর্কে। এখন আমরা
নারীরা স্বপ্নে সাপ দেখলে কি হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
নারীরা স্বপ্নে সাপ দেখলে কি হয়
নারীরা স্বপ্নে সাপ দেখলে কি হবে এই সম্পর্কে এই পর্যায়ে আমরা বিস্তারিত আলোচনা
করব। আমরা আশা করছি যে আপনি যদি এই টপিকটি মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনিও
জানতে পারবেন
যে নারীরা স্বপ্নে সাপ দেখা গেলে কি হয়।
নারীরা স্বপ্নে সাপ দেখলে তেমন কোন সমস্যা দেখা যায় না তবে একটি অনেক বড়
সমস্যা দেখা যায় তা হল। কোন নারী যদি স্বপ্ন দেখে তার শরীর থেকে অথবা
শরীর এর ভিতরে সাপ প্রবেশ করছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অনেক
আপন কাছের মানুষ এবং আপনার সন্তানও আপনার শত্রু হয়ে যেতে পারে।
এখন আপনারা বলবেন নিজের সন্তান কিভাবে শত্রু হয়ে থাকে তবে জেনে রাখেন এই
সন্তানের শত্রু হওয়ার কথা কিন্তু পবিত্র কোরআন শরীফেও আছে। পবিত্র কোরআন
শরীফের ৬৪ নাম্বার সূরা আত- তাগাবুন এর ১৪ নাম্বার আয়াতে বলা হয়েছে যে,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوهُمْ ۚ وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
হে মুমিনগণ, তোমাদের কোন কোন স্ত্রী ও সন্তান-সন্ততি তোমাদের দুশমন। অতএব তাদের ব্যাপারে সতর্ক থাক। যদি মার্জনা কর, উপেক্ষা কর, এবং ক্ষমা কর, তবে আল্লাহ ক্ষমাশীল, করুনাময়।
আশা করছি আপনারা এখন এই বিষয়ে পুরোপুরি ধারণা লাভ করেছেন। তাহলে আসুন
আমরা এর পরবর্তী টপিক সম্পর্কে ধারণা লাভ করি যা হলো স্বপ্নে বিভিন্ন
রঙের সাপ দেখলে কি হয়।
স্বপ্নে বিভিন্ন রঙের সাপ দেখলে কি হয়
আমরা এ পর্যায়ে বিভিন্ন রঙের সাপ দেখলে কি হয় এই বিষয়ে বিস্তারিত জানার
চেষ্টা করব। আমরা সামনে যখন সাপ দেখি তখন একেক জন একেক রকমের অথবা
একেক জন একেক রঙের সাপ দেখলে। তাহলে এখন আমাদের জানা উচিত কোন রঙের কোন
সাপ দেখলে কি কি হতে পারে। তাহলে আসুন আমরা এখন জানি স্বপ্নে বিভিন্ন রঙের সাপ
দেখলে কি হয়।
সাদা রঙের সাপ দেখলেঃ আমরা যদি কেউ স্বপ্নে সাদা রঙের সাপ দেখি
তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের বাস্তব জীবনে ব্যাপক সফলতা আসতে চলেছে তার
সাথে আমরা অনেক ধন সম্পদের মালিক হতে চলেছি।
কালো রঙের সাপ দেখলেঃ যদি কেউ আমরা স্বপ্নে কালো রঙের সাপ
দেখে থাকি তাহলে আমাদের বুঝতে হবে আমাদের কর্মজীবনে অনেক উন্নতি সাধন হবে।
হলুদ রঙের সাপ দেখলেঃ হলুদ রঙের সাপ দেখাটা একটু ভিন্ন
রকমের। কারণ আমরা যদি কেউ স্বপ্নের ভেতরে হলুদ রঙের সাপ দেখি তাহলে বুঝতে
হবে আমাদের কর্মজীবনের কারণে বাসা থেকে আমাদের বাইরে থাকতে হবে।
সোনালী রঙের সাপ দেখলেঃ সোনালী রঙের সাপ দেখাটা শুভ হিসেবে ধরা
হয়। কারণ এই সাপ দেখলে আমাদের ধন সম্পদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা
থাকে। তাছাড়াও এই কালারের সাপ দেখলে আমাদের মনোবাসনা পূর্ণ হয়।
লাল রঙের সাপ দেখলেঃ লাল রঙের সাপ দেখাটা একটু ভিন্ন রকমের হয়ে
থাকে। কারণ এই সাপ দেখলে আপনাকে বুঝতে হবে যে আপনার কাঁধে অনেক বড়
দায়িত্ব আসতে চলেছে। আপনি অনেক কিছুর দায়িত্ব কাঁধে নিয়ে থাকবেন।
আরো পড়ুনঃ খালি পেটে গাজর খাওয়ার উপকারিতা
সবুজ রঙের সাপ দেখলেঃ সবুজ রঙের সাপ দেখা অনেক খুশির ব্যাপার কারণ সবুজ
রঙের সাপ দেখলে আকাশ্চুম্বি সফলতা পাওয়া যায় এবং দাম্পত্য জীবনে অনেক সুখে থাকা
যায়। সে সাথে আপনি যেটি আশা করেন নাই সেই সব জিনিসও পাওয়া যায়।
আমরা এতক্ষণ জানলাম যে স্বপ্নে বিভিন্ন রঙের সাপ দেখলে কি হয়। আশা
করছি যে আপনারা এই সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছেন। এখন আমরা
জানবো বাসা বাড়িতে সাপ দেখলে করণীয় কি ও কিভাবে তা রোধ করা যায়।
বাসা বাড়িতে সাপ দেখলে করণীয় কি
বাসা বাড়িতে সাপ দেখলে করণীয় কি এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই
পর্যায়ে। আমাদের বাসা বাড়িতে অনেক সময় অনেক রকমের সাপ দেখা
যায়। এটি শহরে কম দেখা গেলেও গ্রামের বাসা বাড়িতে প্রতিনিয়ত কোন না
কোন সাপ দেখা যায়। তাই আমাদের জানা উচিত আমাদের বাসা বাড়িতে সাপ দেখা
গেলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত।
বাসা বাড়িতে সাপ দেখলে আমাদের যা যা করণীয়,
- বাসা বাড়িতে সাপ দেখলে প্রথমেই আমাদের চিল্লা পাল্লা করা উচিত নয় বরং সেখান থেকে নিঃশব্দে সবাইকে সরিয়ে নিয়ে আসা উত্তম।
- আর সাপ দেখা মাত্রই তাকে দোড়ে মারতে যাওয়া উচিত নয়। কারণ ইসলামিক দিক থেকে ধরা হয় যে জীন সাপের আকৃতিতে বাহিরে ঘুরাফেরা করে থাকে। সেটা চেনার হল যদি জীন হয় তাহলে এক থেক দুইবার বলার সঙ্গে সঙ্গে চলে যাবে আর যদি না হয় তাহলে সেখানে থেকে যাবে।
- সাপটি যদি অতিরিক্ত বিষাক্ত হয় তাহলে সাপুড়ে কে নিয়ে আসা উচিত। তবে এখন সাপুড়ে দেখতে পাওয়া ইদের চাদের মত তাই আপনার সাপ অধিদপ্তরের লোককে খবর দিবেন।
- আপনি সাপ দেখলেই মেরে ফেলবেন না কারণ কিছু কিছু সাপ আমাদের পরিবেশের জন্য ব্যাপক উপকারি।
আমরা এতক্ষন বাসা বাড়িতে সাপ দেখলে কি কি করনীয় সেই বিষয়ে জানলাম। আমরা আশা
করছি যে আপনারা এই সকল বিষয়ে সচেতন ও সোচ্চার হবেন।
আমাদের শেষ কথা
আমরা এই পোষ্টের ভেতরে আলোচনা করেছি স্বপ্নে সাপ দেখলে কি হয় এবং এখানে আরো
আলোচনা করেছি স্বপ্নে সাপে কাটলে কি হয় আমরা আশা করছি যে আপনি এই বিষয়
সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছেন। আমরা যদিও প্রচুর গবেষণা করে এই
তথ্যগুলি এখানে দিয়েছি তবে আমরা ভুল হতে পারে। তবে এই তথ্য গুলো
নির্ভুল হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি।
যেহেতু সাপ একটি অনেক ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী তাই আমরা এই সাপ
সম্পর্কে সচেতন এবং সোচ্চার থাকব। আপনারাও বাসাবাড়ি পরিষ্কার রাখবেন
যাতে করে আপনাদের বাসায় এই সবগুলা ঢুকতে না পারে। আর আপনি যদি
অতিরিক্ত স্বপ্নে সাপ দেখে থাকেন তাহলে ইসলামিক নীতি অনুযায়ী বা পাশে তিনবার
নিক্ষেপ করে ভয়ংকর স্বপ্ন দেখার দোয়াটি পড়ে নিবেন। তাহলে আপনি এসব ভয়ংকর
স্বপ্ন থেকে বিরত থাকবেন।
ট্রাজেডি আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url